আমাদের কথা খুঁজে নিন

   

এই জন্যই তো একটু বাঁকা হয়ে উড়ে গেছ!

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...
গতকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর রাতে লোডশেডিংকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। মধ্যরাতে যখন সব মানুষ ঘুমায়, যখন বিদ্যুৎ ব্যবহার কম হয়, তখনো লোডশেডিং হয়। আমি একটা উদাহরণ দিলাম। এমন আরও ষড়যন্ত্র হচ্ছে।

তারা ক্ষমতা হারানোর প্রতিশোধ নিতে চায় মানুষকে কষ্ট দিয়ে। আমরা জেলহত্যার বিচার শুরু করেছিলাম। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার তা হতে দেয়নি। তারা দেবেই বা কেন? যারা খুনিদের মদদদাতা ও ষড়যন্ত্রকারী, তাদের কাছ থেকে এটা ছাড়া আর কী আশা করা যায়? আমাদের দেশের নেতা নেত্রীদের কথা ও কাজ দেখে একটা গল্প মনে পড়লো- এক লোক একটু অলস প্রকৃতির। সে বেকারই বলা চলে।

এজন্য তার স্ত্রী তাকে খুব বকাঝকা করে। সব সময়ই তার সাথে বাজে আচরন করে। বলে- তুমি অকর্মা তোমাকে দিয়ে কোন কাজ হবে না। সবাই কত কিছু করে আর তুমি খালি বসে বসে খাও। সে একদিন স্ত্রীর জ্বালায় অতিষ্ট হয়ে বাড়ি হতে চলে গেল।

বেশ কিছু দিন পড় সে বাড়িতে এলো। এসে সে তার স্ত্রীকে বলল- এবার তুমি আমাকে আর অকর্মা বলতে পাড়বে ন। স্ত্রী বলল- কেন? সে বলল- আমি এমন যাদু বিদ্যা শিক্ষেছি যে আমি আকাশে উড়তে পারি। স্ত্রী বলল- তোমার দৌড় আমি জানি। খালি তোমার চাপা।

স্বামী আর তর্ক বাড়ালো না। একদিন বিকালে তার স্ত্রী যখন উঠোন ঝাড়ু দিচ্ছে তখন সে তার বাড়ীর উপর দিয়ে উড়ে গেল। এই সময় তার স্ত্রী ঝাড়ু ফেলে অবাক হয়ে তাকিয়ে দেখলো একটি লোক উঁড়ে যাচেছ। কিন্ত সে তাকে চিনতে পারলো না। লোক মাটিতে নেমে এসে বলল- কিছুক্ষণ আগে যে লোকটি আকাশ দিয়ে উঁড়ে গেছে দেখেছো।

তখন তার স্ত্রী বলল- দেখলামতো। তোমার তো আর মুরোদ হবে না। লোকটি বলল- সেটা তো আমিই ছিলাম। তখন তার স্ত্রী বলল- এই জন্যই তো একটু বাঁকা হয়ে উড়ে গেছ! আমাদের দেশের সরকারী দল ও বিরোধী দলের পরস্পরের প্রতি বক্তব্য ও কাজ ঠিক এই দম্পতির মতই।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।