আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে আমার মৃত্যু

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

উজ্জল প্রভাতের পর ব্যাস্ততম দুপুরটি কাটিয়ে এখন সূর্যাস্তের বারান্দায় শেষ গোধুলির কয়েকটা মলিন ধুলো, অবশেষে আমার মৃত্যু হল। কোন এক উচ্ছল দিনে উচ্ছল কোন খেলার ছলে ভালবাসার মাঠে দাপিয়ে বেড়ানো প্রজাপতিটা হারিয়ে গেল, অবশেষে আমার মৃত্যু হল। সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে হাসনাহেনার চুম্বনের পর মহাবিস্ট সুগন্ধিটা প্রভাতের আলোয় মিলিয়ে গেল, অবশেষে আমার মৃত্যু হল। অবশেষে আমি তার কথা মনে করি অনন্ত নি:স্বতার প্রথম অনুভূতি অনেক জীবিতের মাঝে একখানা লাশ-কর্পূর গন্ধ, অবশেষে; ..........আমার মৃত্যু হল। রিটেন বাই- ‌'আলিফ ভাই'। আমি আলিফ ভাইকে বলি আপনি অনেক ভাল লিখেন; কিন্তু ব্লগ লিখেন না কেন? উনি বলেন, ‍"ব-ল-গ লিখতে আমি ব-ল-দ" তাই উনার লিখা আমার ভাল লাগা একটি কবিতা তুলে দিলাম, পরে হয়ত আরো দিব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।