আমাদের কথা খুঁজে নিন

   

অর্থমন্ত্রীর তথ্য ও ট্রানজিট নিয়ে ভারতের ভেল্কীবাজি !!! অবশেষে বাংলাদেশের অসহায় আত্নসমর্পণ



অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি একটি তথ্য দিয়েছেন, যে নৌপথে ট্রানজিট থেকে ভারতের কাছ থেকে বছরে সাড়ে ৫ কোটি টাকা আয় হয় বাংলাদেশের। একথা কয়েকদিন পর এভাবে বলতে হবে যে, একদা কোন এক কালে নৌপথে ট্রানজিট থেকে ভারতের কাছ থেকে বছরে সাড়ে ৫ কোটি টাকা আয় হত বাংলাদেশের। কারণ ট্রানজিট চুক্তি পাশ না হতেই নৌপথে ট্রানজিট ট্যাক্স দিতে অস্বীকার করেছে ভারত। বিশ্বাস না হলে সমকালের খবর দেখুন, Click This Link আর স্থল পথে লিখিত ট্রানজিট সুবিধা পেলে ভারত আমােদর উপর কেমন ট্যাক্স অত্যাচার করবে সেকথা কি একবারও ভেবে েদখেছন অর্থমন্ত্রী???? এরপরও তিনি উচ্চ গলায় আজ বলেই ফেলেছেন, আমরা ট্রানজিট দেবোই। অবশ্য একথার জন্য ভারত তাকে অবশ্যই পুরস্কৃত করবে।

সে আরো বলেছ, "বাংলাদেশ ভৌগলিকভাবেই একটি ট্রানজিট দেশ। আমরা ট্রানজিট দেবো। যারা এর বিরোধীতা করছে তারা পুরোপুরি বোকা। " বিডিনিউজ সূত্রে.. Click This Link আর ট্রানজিট চুক্তি সম্পাদন হওয়ার পর বাংলাদেশ হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে নিশ্চিত বঞ্চিত হবে। তা এই সংবাদটি পড়লেই েবাঝা যায়।

Click This Link সুতরাং আদৌ কি ভারতকে ট্রানজিট দেয়া উচিত হবে???? আর ছবিটাই বা কি বলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.