আমাদের কথা খুঁজে নিন

   

ডিভি লটারির আবেদনের সময় শেষ হচ্ছে কাল

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

দেশের যা অবস্থা তাতে এখানে বসবাস করাই দায়। তাই সম্ভব হলে বিদেশে একটি ঠিকানা নিতে চেষ্টা করুন। তবে কোনযে কোন উন্নত দেশে মাইগ্রেশন করাই অনেক কঠিন একটি কাজ।

এর মধ্যে মোটামুটি সহজ হল ডিভি লটারীর মাধ্যমে আমেরিকা গমন। ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি-২০১২-এর জন্য যারা এখনো আবেদন করেননি তারা এখনই আবেদন করে ফেলুন। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে দ্রুত। যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি-২০১২-এর আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল। ৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বিশ্বব্যাপী এই আবেদনের সময় ৩০ দিন নির্ধারণ করে। ফলে কাল সকাল ১০টা বাজলে বন্ধ হয়ে যাবে আবেদনের জন্য খোলা ওয়েবসাইটি। চলতি বছর সারাবিশ্ব থেকে ৫০ হাজার অভিবাসীকে ডিভি লটারির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র কংগ্রেস। বাংলাদেশের ৬ হাজার জন পাবেন লটারিতে বিজয়ী হওয়ার সুযোগ। যারা এখনো ডিভি লটারির আবেদন করেননি তারা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত http://www.dvlotery.state.gov -এই ওয়েবসাইটে লগঅন করে আবেদন করতে পারবেন।

ডিভি লটারিতে নাম ওঠার পর নির্বাচিত ডিভি আবেদনকারীকে অবশ্যই ৭৪৫ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) জমা দিয়ে সাক্ষাৎকারের জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে হাজির হতে হবে। সাক্ষাৎকারে অকৃতকার্য হলে টাকা ফেরত পাওয়া যাবে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।