আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন কাব্য

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!
স্বপ্ন আছে, স্বপ্ন নাই। স্বপ্ন নীল স্বপ্ন সাদা, স্বপ্ন গোলাপী স্বপ্ন ধূসর স্বপ্ন কালো . . স্বপ্ন রঙ্গিন . . স্বপ্ন ধোঁয়া স্বপ্ন আলো স্বপ্ন ভালো স্বপ্ন নাই, স্বপ্ন আছে। স্বপ্ন আকাশ স্বপ্ন বাতাস স্বপ্ন চঞ্চল স্বপ্ন মাতাল দিবালোকে স্বপ্ন রাত আঁধারে স্বপ্ন কল্পনায় কল্পলোক স্বপ্নে স্বপ্নলোক স্বপ্ন বাস্তব স্বপ্ন অবাস্তব স্বপ্ন নন্দিত স্বপ্ন নিন্দিত স্বপ্ন সন্ধানে স্বপ্ন বুনে স্বপ্ন থাকলেও স্বপ্ন না থাকলেও স্বপ্ন . . তবুও স্বপ্ন স্বপ্নের ঠিকানা স্বপ্নের আঙ্গিনা স্বপ্ন ব্যথা স্বপ্ন কাঁদা স্বপ্ন বেদনা স্বপ্ন হতাশা স্বপ্ন সূচনা স্বপ্ন সুখের স্বপ্ন দুঃখের স্বপ্ন এলোমেলো স্বপ্ন আবোল তাবোল স্বপ্ন লাগামহীন স্বপ্ন অবিরাম স্বপ্ন ঘুম স্বপ্ন জেগে উঠা স্বপ্ন দিন স্বপ্ন রাত্রি স্বপ্ন গুণ স্বপ্ন দোষ স্বপ্ন পুরুষ স্বপ্ন নারী স্বপ্নের রাজকুমার স্বপ্নের রাজকুমারী স্বপ্নের নায়ক স্বপ্নের নায়িকা স্বপ্ন একা স্বপ্ন ফাঁকা স্বপ্ন সোজা স্বপ্ন বাঁকা স্বপ্ন শুকনো স্বপ্ন ভেজা স্বপ্ন উজ্জ্বল স্বপ্ন ফিকে স্বপ্ন উড়ন্ত স্বপ্ন ঝুলন্ত স্বপ্নের রাজকন্যা স্বপ্নের রাজপুত্র স্বপ্ন কাছে স্বপ্ন দূরে স্বপ্ন দেখি, স্বপ্নে থাকি। স্বপ্নে ঘুরি, স্বপ্নে গাই স্বপ্ন কুড়াই, স্বপ্নে হারাই স্বপ্নে খাই, স্বপ্নে বাঁধি স্বপ্নে চোখ, স্বপ্ন দৃষ্টি স্বপ্নে সুর, স্বপ্নে ভোর স্বপ্নে কথা, স্বপ্নে যথা স্বপ্নে মন, স্বপ্নে গমন স্বপ্ন জীবন, জীবন স্বপ্ন স্বপ্ন আছে , স্বপ্ন থাকে স্বপ্ন হেথায়, স্বপ্ন সেথায় স্বপ্ন আগায়, স্বপ্ন পেছায় স্বপ্ন সদা স্বপ্ন দেখায় । স্বপ্নের ঝিলিক, উন্মাতাল হাওয়ার আনন্দ। স্বপ্ন ভঙ্গ, আশার সাঙ্গ স্বপ্ন যতদূর, সীমানা ততদূর স্বপ্ন আশাহীন, স্বপ্ন বাঁধাহীন স্বপ্ন সে স্বপ্ন স্বপ্ন সে পূরণের স্বপ্ন সে অনুভবের স্বপ্ন সে এগুনোর স্বপ্ন সে ভুলে যাওয়ার স্বপ্ন সে সাহসের স্বপ্ন সে বাঁচার স্বপ্ন সে মাথা উঁচু স্বপ্ন সে বিপ্লবী স্বপ্ন সে আকাশছোঁয়া স্বপ্ন সে জয়ের নেশা স্বপ্ন , স্বপ্ন, স্বপ্ন. জীবন-তুমি আছো বলেই এতো স্বপ্ন । ©জসিম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.