আমাদের কথা খুঁজে নিন

   

পূজোর কবিতা

কতোকী করার আছে বাকী...

এবার পূজোয় তোমায় দিলাম - হালকা মেঘের ছোঁয়া , সন্ধ্যা হলেই ঢাকের শব্দ - আর ধুনুচি নাচের ধোঁয়া । এবার পূজোয় তোমার কানে - নতুন ফিস্‌ - ফিস্‌ - ফুরফুরে আর খোল্‌সা মেজাজ , আমার ঠোটেতে শিষ্‌ । এবার পূজোয় আমার মনে , তাই-রে-নাই-রে-না - দুষ্টুবুদ্ধি আর চিন্তাগুলো , করছে আনাগোনা । এবার পূজোয় আকাশজুড়ে , মেঘের মারামারী - ওপরতলায়তো যত ঝগড়া , তাই , করলাম বিশ্বশান্তি জারি । এবার পূজোয় তোমার কানে , ঝুলন্ত গোল দুল - সদ্যস্নাত তোমার মাথায় , ফেল্‌লাম অণ্জলির ফুল । তাই এবার পূজো , কেটেই গেলো , তোমার কথা ভেবে - ধুনোর গন্ধ , কাশফুল , সব - আবার আসছে বছর হবে । (রচনাকাল: 22nd October, 2010. স্হান: Gainesville , Florida , USA)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।