আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ বেসরকারী ইউনিভার্সিটি



একটা সময় ছিল অনেকেই ভারত সহ নানা দেশে যেতেন আন্ডারগ্রাড লেভেলে পড়াশোনা করার জন্য যদি দেশে নিজের পছন্দের সাবজেক্টে চান্স না পেতেন। তারপর নর্থসাউথ সহ অনেকগুলো বেসরকারী ইউনিভার্সিটি গড়ে উঠল। প্রথম প্রথম সেগুলোতে দুটি সাবজেক্ট কমন ছিল - কম্পিউটার সায়েন্স ও বিবিএ। এরপর সময়ের পরিক্রমায় আরও অনেকগুলো প্রাইভেট ইউনি গড়ে উঠল আরও অনেক সাবজেক্ট নিয়ে। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে ঢাকা ও ঢাকার বাইরে আরও ২৩টা নতুন প্রাইভেট ভার্সিটির জন্য আবেদন পত্র জমা হয়েছে।

এর মধ্যে ১৬ টি বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে প্রতিষ্ঠার জন্য আবেদন করা হয়েছে। সরকারী ইউনিগুলোর কথা উঠলেই মনে হয় অমুক অমুক ইউনি ভালো। যেমন ঢাকা ইউনি/ রাজশাহী ইউনি/ বুয়েট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বেসরকারীগুলোর কথা যখন উঠে তখন কোনগুলোর নাম আগে আসে? বা এভাবেও বলা যায় যদি একই টাকায় একই কোর্স অফার করে তবে আপনি বা আপনার আত্মীয়স্বজনের জন্য কোনটা প্রেফার করবেন? বা আপনি যদি চাকুরীদাতা হন তবে কোন প্রাইভেট ইউনি প্রেফার করবেন দেশের কোটি কোটি প্রাইভেটের মধ্য থেকে? কমপক্ষে তিনটা বা ততোধিক প্রাইভেট ইউনির নাম দেবেন যারা কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রিকাল ইন্জিনিয়ারিং - এরকম সাবজেক্টে নাম করেছে? অগ্রিম ধন্যবাদ রইল। গল্পগুজব করার পোষ্ট।

দয়া করে প্রাইভেট-পাবলিক বা এইজাতীয় বিতর্ক শুরু করবেন না এই অনুরোধ রইল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।