আমাদের কথা খুঁজে নিন

   

শেষ লাইনটাও আমি লেখি নাই, হেলাল হাফিজ ই লেখসে

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

যার যেখানে জায়গা - হেলাল হাফিজ ভোলায়াভালায়া আর কথা দিয়া কতোদিন ঠিকাইবেন মানুষ ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ। গোছায়া গাছায়া লন বেশিদিন পাইবেন না সময় আলামত দেখতাছি মানুষের অইবোই জয়। কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে, -'ভাই আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই, নগরের ধাপ্পাবাজ মানুষেরে কইও রেডি অইতে বেদম মাইরের মুখে কতোক্ষন পারবো দাঁড়াইতে। টিকেটঘরের ছাদে বিকালে দাঁড়ায়া যখন যা খুশি যারা কন কোনদিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজামন কী কী চায়, কতখানি চায় কয়দিন খায় আর কয়বেলা নাখায়া কাটায়। রাইত অইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি, আমিও গ্রামের পোলা চুতমারানি গাইল দিতে জানি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।