আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে টিভিতে আসছে ‘ডুবসাঁতার’

‎'উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’, এবং ‘বহুজাতিক কোম্পানি বা দেশি লুটেরা গোষ্ঠী নয়, গ্যাস-কয়লা-তেল-সমুদ্রসহ সকল সম্পদের মালিক দেশের জনগণ’

আলোচিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’ আসছে ঈদের দ্বিতীয় দিন সকাল ১১.১০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেন নূরুল আলম আতিক। চিত্রগ্রহণে রয়েছেন রাশেদ জামান। সম্পাদনা করেছেন মাকসুদ হোসাইন, সামির আহমেদ ও আলী নাকীর সানি। আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন ভিক্টর, অনম বিশ্বাস ও পিন্টু ঘোষ।

৯২ মিনিট দৈর্ঘ্যর এ চলচ্চিত্রটি ডিজিটাল ফরমেটে তৈরি। রেণু নামের এক সাধারণ মেয়ের গল্প ‘ডুবসাঁতার’। রেণুর স্বপ্নময়তা, সংবেদনশীলতা ঢাকা পড়ে আছে সংসারের কষ্টকর বাস্তবতায়। পরিবারের দায়দায়িত্ব পালন করতে যেমন তাকে বাইরে বেরোতে হয়, তেমনি তাকে হতে হয় অন্ধ ভাইয়ের চোখটিও। নিজের প্রাণের দিকে চোখ ফেরালে জোটে সনাতন সমাজের চোখ রাঙানি।

তবু রেণুর জীবনে আবারো প্রেম আসে, যে প্রেম তাকে সর্বনাশের পথে টেনে নেয়। রেণু হাল ছাড়ে না, অনেক বিপন্নতার মাঝেও সে প্রতি মুহূর্তে সংগ্রাম করে চলে। রেণু ভেঙে পড়ে, কিন্তু শেষ হয়ে যায় না। আমাদের রেণুদের ফের পথচলা শুরু করতে হয় সংসারের প্রয়োজনে। চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, শেহজাদ চৌধুরী, অমোক ব্যাপরী, ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার শুভ, বোংশু হোর, শ্রাবস্তী দত্ত তিন্নি, স্বাধীন খসরু, সুষমা সরকার, স্বাগতা, অপু কাজী, শাহরিয়ার ফেরদৌস সজীব, শামীম ভিস্তি, মীম, আফ্রোদিতি কাকলি, জুনায়েদ হালিম, স্বর্ণা, এজাজ বারী, রফিকুল ইসলাম, ডা. তানিয়া বুলবুল কিটি, সাদনিমা, কুনাল প্রমুখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।