আমাদের কথা খুঁজে নিন

   

খান সেনাদের বলে কি ঐ নরপশুদের কি সম্মানিত করা হল? (রি পোস্ট)

আমরা সবাই সবার
আমি নিজেকে নিজে অনেক প্রশ্ন করেছি। কোন উত্তর খুজে পাইনি। তাইতো ব্লগের আশ্রয় নেয়া...... স্থান যশোর শহরের আরবপুর। গিয়েছিলাম অফিসের কাজে। হঠাৎ রাস্তার মোরে চোখ আটকে গেল...। ১৯৭১ এ এক শহীদের কবর এটি। নাম ফলকে লেখা আছে '১৯৭১ সালে খান সেনাদের হাতে নিহত শহীদ দেলবার বিশ্বাস` নিজের মনে তাৎক্ষনিক কিছু প্রশ্ন জাগলো ১. খান সেনাদের বলে কি ঐ নরপশুদের সম্মানিত করা হল? ২. যদি উদ্দেশ্য তা না হয় তাহলে খান নামক কোন বংশ/গোষ্ঠীকে অপবাদ দেয়া হলো কি? ৩. পাকিস্তানি সেনা না বলে খান সেনা বলার উদ্দেশ্য কি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।