আমাদের কথা খুঁজে নিন

   

১৪৪ ধারার বিশ্রাম প্রয়োজন!



১৪৪ ধারা। খুব ভাল একটা ধারা। লগি-বৈঠার তান্ডব শুধু মাত্র ১৪৪ ধারাকেই সমীহ করে। তাই থানা-পুলিশ একেই পীর সাহেবের পানি পড়া মনে করছে। বু্িদ্ধমান আইনজ্ঞরা যদি ১৪৪ ধারা সৃষ্টি না করে যেতো তাহলে দেশটার যে কি হতো! লাশের গন্ধে হাটা যেতো না! কিন্তু যেভাবে প্রতিদিন একে ব্যবহার করা হচ্ছে তাতে আমাদের ভয় হচ্ছে বেচারা '১৪৪ ধারা' নিজেই পটল তুলে কি-না? তখন জনগণকে কে বাঁচাবে বাকশালীদের ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে? আগে মনে থাকে না যেইমাত্র বিরোধী দল সমাবেশ ডেকেছে এমনি আওয়ামী লীগের সমাবেশের কথা মনে পড়ে গেল! আর যায় কোথায়! কোন ছাড় নয় বিরোধী দল যেখানে সমাবেশ করবে সেখানে তারাও করবে! কার বুকের পাটা আছে তাদেরকে রুখে দিবে! নিরুপায় (!!!) হয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ১৪৪ ধারা জারির 'এলান' দিয়ে নাকে তেল দিয়ে 'ওদের' সাথে তাস খেলে! বিরোধী দল সমাবেশ না করতে পারলেই ১৪৪ ধারা সফল! সরকারী দলের সমাবেশের প্রয়োজনীয়তা এতই তীব্র যে বিরোধী দল সমাবেশ না করলে তাদের আর করা লাগে না!! গায়ে জোর থাকলে কত কিছুই করা যায়! পিটিয়ে লাশ বানিয়ে সেই লাশের উপর নৃত্য করা যায়! বাকশালীরা আর কত রকমের গনতন্ত্র দেখাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।