আমাদের কথা খুঁজে নিন

   

২ টা বিষয় নিয়ে এই মূর্খের কিছু কথা ছিল,



২ টা বিষয় নিয়ে এই মূর্খের কিছু কথা ছিল, ১ "নিঃস্বার্থ ভালবাসা what is Love?" নিয়ে কিছু মানুষের চুল ছেড়া বিশ্লেষণ দেখলাম। বাউ রে বাউ উনারা কত কিছু খুইজা বাহির করছে, আমার মনে আইনস্টাইন সাহেবও এত কিছু Discover করতে পারে নাই। জলিল ভাইয়ের ইংরেজি, বর্ষা কিতা করল সব। জানাব আপনাদের বলছি, আপনার কিছু করতে না পারলেও মানুষের সমালোচনা করতে ভালই পারেন। একটু চিন্তা করে দেখুন তো আজ থেকে ৫ বছর আগে কি আপনারা হলে গিয়ে ছবি দেখতে পারতেন? ছবির মান কি খুব ভাল ছিল? একটু চিন্তা করে দেখেন তো আজ জলিল ভাই আপনাদেরকে হলে আনতে পেরেছে।

আমি মানলাম তার অনেক ভুল আছে। কিন্তু আর যাই হোক তার ছবিতে কিন্তু অনেক ভাল দিক আছে। আপনারা কি রজনীকান্তের ছবি দেখেছেন? কি করে নাই উনি? রোবট ছবিতে মশারে দিয়ে পর্যন্ত সরি বলিয়েছে। কই তখন তো আপনারা কিছু বলেন নাই। আর আমাদের জলিল ভাই কিছু করলেই দোষ।

একটা গল্প বলি, ধরার পর কাঁকড়া কিভাবে রাখে জানেন? শুধু মাত্র পাত্রে রাখলেই হয়। কারণ কাঁকড়া যেই পাত্র বেয়ে বের হতে চাই তখনি আর একটা কাঁকড়া পা টান দিয়ে ধরে নামিয়ে দেয়, তার ফলে কোন কাঁকড়াও বের হতে পারে না। আমাদের অবস্থা অনেকটা এই রকম। আমরা কাউকে ভাল কাজে উৎসাহিত করতে না পারলেও তার সমালোচনা করতে ওস্তাদ। ২ বাঙ্গালী নিয়ে মিতা হোক পুরা ভন্ড দরবেশের মত কিছু কথা কইয়া ফালাইলো।

তাইলে মিতাজি আপনাকে কিছু কথা কই। বাংলা সাল কিন্তু সম্রাট আকবর সূচনা করছিল। আর আপনি যার গান গেয়ে এতো নাম কামাইলেন ওই রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু মেলা লম্বা দাড়ি ছিল। আমি শুধু একটা কথায় কইতে চাই শফি মিয়া আর মিতা হোক এই দুই পাবলিকের মাঝে কোন ফারাক পাইলাম না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।