আমাদের কথা খুঁজে নিন

   

রাংগামাটি-শুভলং (ফটোব্লগ)


ঘুরে আসলাম রাংগামাটি-শুভলং থেকে..... রাংগামাটি বাজার....এখান থেকেই ট্রলার ভাড়া করে শুভলং গিয়েছিলাম কাপ্তাইলেকের তীর ঘেষে উপজাতিদের বসবাস ৮০০ টাকা দিয়ে ভাড়া করলাম ট্রলার......উদ্দেশ্য শুভলং ঝরনা দর্শন......শরু হলো যাত্রা.... জীবিকার তাগিদে সাধারন মানুষ.... মাছের আশায় জাল পেতে বসে থাকা.... চির সবুজ আমার দেশ...... পাহাড়ী কলা বোঝাই করা ট্রলার..... চুপাচাপ চারিদিক....... বুকের মানিক নিয়ে যাচ্ছে ওরা...... এই করম একটা ট্রলার নিয়ে আপনিও পারেন পাংখা হতে....... আমিও পাংখা....... ঐতো দুরে দেখা যাচ্ছে শুভলং ঝড়না..... এবার আর একটু কাছ থেকে (ঝড়নার পানির ফোর্স দেখে হতাশা চেপে রাখার জন্য মনের সাথে প্রচন্ড যুদ্ধ) এবার বাড়ী ফেরার পালা.... আদিবাসি দের বাসা..... এভাবেই কাটছে তাদের জীবন.... পার্কিং... ঐ যে দূরে রাজার বাড়ী এর এইরকম কতশত নৌকা.....ফেইসবুকে বাকি সব আপলোড করতে হবে.......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।