আমাদের কথা খুঁজে নিন

   

আসেন গাঁধায় চড়ে বল্গাই। একটি আড্ডা পোষ্ট।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

কে কে জিবনে একবার হলেও গাঁধার পিঠে চড়েছেন, আর কে কে চড়েন নাই? হাত উঠান। যারা চড়েছেন আর যারা চড়েন নাই তাদের মধ্যে অবশ্যই অভিজ্ঞতার পার্থক্য আছে। গাধায় চড়ার অভিজ্ঞতার পার্থক্য। বিষয়টা একেবারে ফেলে দেবার মত না।

জীবনে প্রথমবার যখন হাতীর পিঠে, ঘোড়ার পিঠে, জিড়াফ জেব্রার পিঠে আমরা চড়ি অবশ্যই অন্যরকম এক ফিলিংসের সৃষ্টি হয়। হয়ত বয়সের কারণে সেই ফিলিংস নষ্ট হয়ে যায়। তবে চোখবন্ধ করে ছোট বেলায় মিরপুর চিড়িয়াখানায় গিয়ে উটের পিঠে কিংবা গাঁধার পিঠে চড়ার দৃশ্য স্মরণ করুন, দেখবেন অল্পসময়ের জন্য হলেও মনটা ভাল হয়ে গিয়েছে। আমি গাধার পিঠে চড়ি মিশরে এসে। কাল্লুবিয়া নামক এক গ্রামে আমরা থার্ড ইয়ারের ১২জন আযহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেড়াতে গিয়েছিলেম এক বাড়িতে।

তাদের বিশাল মাল্টার বাগান ঘুড়তে ঘুরতে দেখতে পেলাম খেজুর গাছের সাথে গাঁধা বাঁধা। ব্যাস, সবাই মিলে গাধার উপর গাঁধার মত অত্যাচার শুরু করলাম। একে একে সবাই ঘুড়ে বেড়াতে লাগলাম। সময়টা ছিল ২০০৭ এর দিকে। আজ সবাই কোথায় কোথায় চলে গেছে।

কিন্তু সবার মনেই গেথেঁ আছে ঐ সৃতি গুলো। এমনকি থাকবেও অনেক দিন। তাই বলছি, যারা এখনো গাঁধার পিঠে উঠেন নাই, তারাতারি অভিজ্ঞতা নিয়ে নিন। আরা যারা উঠেছেন তারা অভিজ্ঞতা সেয়ার করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.