আমাদের কথা খুঁজে নিন

   

সব প্রশ্নের উত্তর মিলবে কাল?

অপেক্ষা কখনো কখনো মধুরও হয়। কিন্তু এই অপেক্ষা যন্ত্রণার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে ফিক্সিংয়ের তদন্তে উন্মোচিত বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগৎ বিমূঢ় করে দিয়েছিল এ দেশের মানুষকে। এর পর থেকেই অপেক্ষা। অপেক্ষা আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) তদন্ত প্রতিবেদনের।

মোহাম্মদ আশরাফুল তো স্বীকারোক্তি করে নিষিদ্ধই হয়েছেন। আর কারা জড়িত এই অপকর্মে? বিপিএলের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিক্সিংয়ে জড়িত থাকার যে স্বীকারোক্তি দিয়েছেন আশরাফুল, কতটা গভীরে সেই শিকড়?আগামীকালই সম্ভবত পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর। বিপিএলে ফিক্সিং নিয়ে আকসুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন নিয়ে আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা। আইসিসির প্রতিনিধিদলে থাকবেন প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, আকসুর প্রধান ওয়াই পি সিং, আইনি বিভাগের প্রধান ইয়ান হিগিন্স ও প্রধান যোগাযোগ কর্মকর্তা সামিউল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও প্রধান নির্বাহীর সঙ্গে আলোচনার পর আগামীকাল সংবাদ সম্মেলন করে আলো ফেলবেন তাঁরা বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগতে।

 বিপিএলে ফিক্সিং নিয়ে আকসুর তদন্তের সারাৎসার এই সংবাদ সম্মেলনেই প্রকাশ করার কথা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের কেলেঙ্কারিও এতে উন্মোচিত হবে কি না, এ ব্যাপারে অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। কাল দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে যোগাযোগ করেও লাভ হয়নি। আন্তর্জাতিক অংশটুকুর অগ্রগতি নিয়ে অন্ধকারে আছে বিসিবিও। তবে একটি সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে শুধু বিপিএল-অধ্যায় নয়, আন্তর্জাতিক ক্রিকেট নিয়েও কথা হবে।

নইলে আইসিসির প্রতিনিধিদলে শীর্ষস্থানীয় সব কর্মকর্তা থাকতেন না। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।