আমাদের কথা খুঁজে নিন

   

বই

লেখাপড়ার ফাঁকে ফাঁকে কবিতা, ছড়া, গান ও গল্প লিখি

জ্ঞানের প্রদীপ বই তাকে বানাও সই। মজার মজার গল্প, যদিও এসব কল্প। তবুও পড়ে পড়ে- নিজেকে নাও গড়ে। কিংবা পড়ো জোক্‌স- বইতো জ্ঞানের বক্স। বইয়ের ভেতর ডুবো, বেশী বেশী ভাবো। ভাবো দেশের তরে- ভাবো দশের তরে। ভাবো মনে মনে, দুঃখ নিরসনে। মনে ব্যাথার ঝড়- সবাই যখন পর। বইটা তোমার সাথী, জ্বালো জ্ঞানের বাতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।