আমাদের কথা খুঁজে নিন

   

এক পয়সার কাঠি

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
১ ঘুট ঘুটে অন্ধকারে মৃত্যুকে ডাকছে সবাই ঠিক সে সময় কে যেন এক পয়সার একটি কাঠি জ্বেলে দিল, মরে আর যেতে পারেনি মুমুর্ষু বৃদ্ধটি আধপোড়া মোমবাতি খুঁজে পেয়ে প্রসব কান্নার ঘরে বাতি হাতে হেটে গিয়েছে সে, লাঠিতে ভর করে কন্যার কপালে সস্নেহে হাত রাখতেই একটি পবিত্র শিশু কেঁদে উঠলো কাঁপা কাঁপা আলোয় ২ তখন যুদ্ধ চলছে একাত্তরে, ব্ল্যাক আউট চলছে শিশুদের জন্য বাসযোগ্য কাঁথা নেই মায়েদের সম্ভ্রম রক্ষা করার জন্য কোন চাদর নেই, জলপাই ট্যাঙ্কের সামনে মাথা পেতে আছে কমবেশী সবাই ঠিক তখনই একটি হাত হানাদারদের দিকে ছুঁড়ে দেয় হাতে বানানো বোমা মেশিনগান পালিয়েছিল সেই শব্দ-ভয়ে শিশুটিরও আর মরে যাওয়া হয়নি ৩ আজ আবারও অন্ধকার চারদিক শিশুটি বড় হয়েছে, তবুও অন্ধকার এতগুলো হাত আছে অন্তত: একটি করে দেশলাই জ্বললেও আমাদের বেঁচে থাকা হবে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।