আমাদের কথা খুঁজে নিন

   

১৮ মাস পর ব্রাজিল দলে ফিরছেন রোনালদিনহো

আমি কিছু জানি না......
আন্তর্জাতিক ক্যারিয়ার যেন শেষই হতে বসেছিল রোনালদিনহোর। ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০০৯ সালের এপ্রিলে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ফিফার সাবেক এই বর্ষসেরার ওপর আস্থা রাখেননি কার্লোস দুঙ্গা। আস্থা পাননি বিশ্বকাপের পর দুঙ্গার স্থলাভিষিক্ত হওয়া মানো মেনেজেসেরও। নতুন কোচের প্রথম পছন্দের দলে ছিলেন না তিনি।

তবে দীর্ঘ ১৮ মাস পর ব্রাজিল দলে ডাক পেয়েছেন এই তারকা। আগামী ১৭ নভেম্বর কাতারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ, সেই ম্যাচে রোনালদিনহোকে ফিরিয়ে এনেছেন মেনেজেস। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদিনহোকে ২৩ সদস্যের দলে রাখা প্রসঙ্গে মেনেজেস বলেন, ‘সে খুব ভালো ফর্মে আছে। আশা করছি, ব্রাজিল দলে নতুন উদ্যম এনে দেবে রোনালদিনহো। ’ এর পর ব্রাজিলের কোচ বলেন, রোনালদিনহো এমন একজন খেলোয়াড়, যাকে সবাই দেখতে চায়।

ভালো আক্রমণে তাঁর জুড়ি নেই। মিলানে মধ্যমাঠে খেলানো হলেও প্রত্যাশার চেয়েও বাড়তি কিছু দেয় রোনালদিনহো। এ জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে তাঁকে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।