আমাদের কথা খুঁজে নিন

   

আইন লঙ্ঘন করায় আদিল গ্রেপ্তার: প্রেসনোট

বিদেশি কয়েকটি সংস্থা এবং বিএনপি ও জামায়াতে ইসলামী আদিলের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে তার মুক্তি দাবি করার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই প্রেসনোট দেয়।
অতিরিক্ত সচিব কামাল উদ্দীন আহমেদের স্বাক্ষরিত এই প্রেসনোটে গত ৫ মে হেফাজতে ইসলামীর অবরোধ কর্মসূচি, রাতে শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরাতে পুলিশি অভিযান এবং এ বিষয়ে অধিকারের প্রতিবেদন ও সরকারের অবস্থানও ব্যাখ্যা করা হয়েছে।
প্রেসনোটে বলা হয়, “তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন/২০০৬-এর ৫৭ (১) ও (২) ধারা লঙ্ঘনের অভিযোগে অ্যাডভোকেট আদিলুর রহমান খানের বিরুদ্ধে গুলশান থানায় আনুষ্ঠানিক অভিযোগ (জিডি নং-৫১৪, তারিখ: ১০/০৮/২০১৩) দায়েরের পরই তাকে তার গুলশানের বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। দেশের প্রচলিত আইন লঙ্ঘনের কারণে তাকে আইনসঙ্গতভাবে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে।”
হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচার এবং রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ডানঘেঁষা মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানকে গত শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার আদালতে হাজিরের পর হাকিম আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে সোমবার রিমান্ড স্থগিত করে কারাফটকে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় হাই কোর্ট। 
(বিস্তারিত আসছে)

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।