আমাদের কথা খুঁজে নিন

   

রনির জামিন আবেদন আবারও নামঞ্জুর

সাংবাদিক পেটানোর মামলায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতারুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২৮ জুলাই মহানগর দায়রা জজ আদালতে রনির আইনজীবী কবির হোসেন জামিনের আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য ১৩ আগস্ট তারিখ ধার্য করেন আদালত। আজ শুনানি নিয়ে রনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রনির আইনজীবী কবির হোসেন জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
গত ২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে মারধর করেন সাংসদ রনি। ওই দিন সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। টিভি চ্যানেলটির অন্যতম মালিক সালমান এফ রহমান ও দুই সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় পাল্টা মামলা করেন গোলাম মাওলা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।