আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপ কোলে কাজ নয়!

ল্যাপটপ আসার ফলে কম্পিউটারে কাজ করার বিষয়টা যেমন সহজ হয়েছে তেমনি তা নতুন করে সমস্যাও তৈরি করেছে। ল্যাপটপ ব্যবহারের ধরন শরীরের ওপর প্রভাব ফেলে। কাজের সুবিধার্থে কোলের ওপর দীর্ঘক্ষণ ধরে ল্যাপটপ ব্যবহারে নতুন একটি সমস্যার কথা জানিয়েছেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, কোলের ওপর ল্যাপটপ রাখলে ‘ল্যাপটপ থাই ডিসঅর্ডার’ নামে ত্বকের সমস্যা তৈরি হয়। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


ভারতের গবেষকেরা জানিয়েছেন, সাধারণত তরুণরা দীর্ঘক্ষণ কোলের ওপর ল্যাপটপ রেখে ব্যবহার করে। এতে প্রাথমিক অবস্থায় তাদের উরুতে হালকা দাগ দেখা যায় যা পরবর্তীতে গাড় কালো হয়ে ত্বকে সমস্যা তৈরি করে।
ভারতের দীপক রাজপুত নামের একজন ব্যক্তি সম্প্রতি ‘ল্যাপটপ থাই ডিসঅর্ডার’ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। দীপক তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন, কোলের ওপর ল্যাপটপ রেখে ব্যবহার করা আমার দীর্ঘদিনের অভ্যাস, আমার কখনও কোনো সমস্যা হয়নি। কিন্তু একদিন আমার উরুতে গাঢ় দাগ থেকে চিকিত্সকের কাছে যায়।

তিনি আমাকে কোলের পরিবর্তে টেবিলের ওপর ল্যাপটপ রেখে ব্যবহারের পরামর্শ দেন। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.