আমাদের কথা খুঁজে নিন

   

কবি নজরুলের উপাচার্য মোহীত উল আলম

শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার অধ্যাপক মোহীতের নিয়োগের এই আদেশ জারি করে। আগামী চার বছরের জন্য তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
অধ্যাপক মোহীত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ের ঢাকা অফিসে যোগ দিয়েছেন।
কবি খোন্দকার আশরাফ হোসেনের মৃত্যুতে গত ১৬ জুন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি শূন্য হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান মোহীত উল আলম সর্বশেষ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের কলা অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
চট্টগ্রামে জন্ম নেয়া মেহীত ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর কানাডার লেকহিড বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় দফা মাস্টার্স করে ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন।  
গল্প, কবিতা ও প্রবন্ধ লেখার পাশাপাশি শেক্সপিয়ারের বেশ কিছু কাজ তিনি বাংলায় অনুবাদও করেছেন।   

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।