আমাদের কথা খুঁজে নিন

   

এক যুগ পর অঞ্জন দত্ত

সর্বশেষ ‘রং পেন্সিল’ নামে একক অ্যালবাম প্রকাশ করেছিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। সালটা ছিল ২০০১। এক যুগ বিরতির পর নতুন একক অ্যালবাম ‘৫৯’ নিয়ে আসছেন এই গায়ক। আগামী নভেম্বরে বাজারে পাওয়া যাবে অ্যালবামটি।
বন্ধু ও সহকর্মী অমিত দত্তের সঙ্গে মিলে অ্যালবামের গানগুলোর রেকর্ডিং সম্পন্ন করেছেন অঞ্জন দত্ত।

এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘গানগুলো লেখার পর সেগুলো আমার ছেলে নীলকে গেয়ে শোনালাম। সে অমিতকে দিয়ে গানগুলোর সংগীত পরিচালনা করানোর পরামর্শ দিল। ’ জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
অঞ্জন আরও বলেন, ‘অ্যালবামের সাতটি গানই গিটারনির্ভর। অমিত ভারতের সেরা গিটার বাদকদের একজন।

আমি তাঁকে নতুন গানগুলো শোনানোর পর তিনি পছন্দ করলেন। ম্যানডোলিন ছাড়া অ্যালবামের গানগুলোতে ব্যবহূত সব বাদ্যযন্ত্র অমিত নিজেই বাজিয়েছেন। বলা যায়, শৈল্পিকভাবে অ্যালবামটি প্রযোজনা করেছেন অমিত। আমি কেবল অর্থের জোগান দিয়েছি। ’
২০০৭ সালে প্রকাশিত একটি মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন অঞ্জন।

তবে তাঁর সর্বশেষ একক অ্যালবাম বের হয়েছিল ২০০১ সালে।
দীর্ঘ বিরতির পেছনের কারণ সম্পর্কে অঞ্জন বলেন, ‘কয়েক বছর টানা গান লেখার পর একটা পর্যায়ে আমার মনে হলো, আমি আর ভালো গান লিখতে পারছি না। মনে হচ্ছিল, ‘‘আলিবাবা’’, ‘‘বৃষ্টি’’ কিংবা ‘‘বেলা বোস’’ গানগুলোর ছায়া থেকে বের হতে পারছি না। এ জন্য গান লেখা ছেড়ে দিয়েছিলাম। তাই বলে গানের পেশা থেকে সরে যাইনি।

এখনো মাসে তিন-চারটি মঞ্চ পরিবেশনায় অংশ নিই আমি। ’।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।