আমাদের কথা খুঁজে নিন

   

৫ মাস পর কাফকো চালু

পর্যাপ্ত গ্যাস সরবরাহের পর বুধবার থেকে পরীক্ষামূলকভাবে চালু কাফকো শুক্রবার পুরোদমে সার উৎপাদনে যেতে পারবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা যন্ত্রপাতি গতি আনতে কয়েকদিন সময় লাগবে। শুক্রবার থেকে কারখানায় পুরোদমে সার উৎপাদনে যাবে।
পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় গত মার্চ থেকে কাফকোতে সার উৎপাদন বন্ধ ছিল।
প্রতিষ্ঠানটির সিইও সালাউদ্দিন জানান, পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া গেলে সার উৎপাদন ধারাবাহিকভাবে চালানো সম্ভব।
কাফকোর কর্মকর্তারা জানান, বর্তমান আমন ও আগামী বোরো মৌসুমে ইউরিয়া সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই এ কারখানা চালু করা হয়েছে।
প্রতিদিন ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কাফকোতে সরবরাহ নিশ্চিত করা গেলে গড়ে এক হাজার ৮০০ থেকে দুই হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন সম্ভব।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।