আমাদের কথা খুঁজে নিন

   

সরে গেলো রাজিবের (থাবা বাবা) প্রতি প্রদর্শিত শোক বার্তা

সামহোয়ারইন ব্লগের প্রথম পাতার ডান পাশে ব্লগার রাজিবের (থাবা বাবা) প্রতি শোক প্রকাশ করে তারে ছবিসহ লেখা ছিল "ব্লগার থাবা_বাবা (আহমেদ রাজিব হায়দার) নিহত। আমরা স্তব্ধ, শোকাহত। দ্রুত তদন্ত ও সুবিচার চাই। " কিন্তু এটি আর এখন দেখা যাচ্ছেনা। আমি অবশ্য বিষয়টি খেয়োল করলাম ২৩ ফেব্রুয়ারি রাত দুইটা নাগাত।

ব্যপারটা বুঝলাম না, এত অল্প দিনের ব্যবধানে মুছে গেলো একজন (শহিদ!) ব্লগারের নাম। অথচ "ইমন জুবায়েরের ব্লগ সমগ্রহ" সম্বলিত একটি হেড লাইন এখনও আছে প্রথম পাতায় ডান দিকে। এটির নিচেই ছিল রাজিবের কথা। তাহলে কি আমরা নিশ্চিত প্রয়াত ওই ব্লগারের সকল কৃতকর্ম ছিল বিতর্কীত? আমার কাছে মনে হয়, এটি রাজিবের প্রতি একধরণের অবিচার। এত দ্রুত কেনো প্রজম্ম চত্বরের প্রথম শহিদ খ্যাত ব্লগার থাবা বাবা'র প্রতি প্রদর্শীত শোক সরিয়ে ফেলা হলো? একজন ব্লগার হিসাবে আমার এই প্রশ্নের উত্তর অবশ্যই সামু কর্তৃপক্ষ দিতেও পারেন, নাও পারেন।

তবে সরকার সবসময়ই বলে থাকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানুন. তথ্য পেতে সরকারি ও এনজিও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আবেদন করুণ। আরও জানতে ভিজিট করুন http://www.infocom.gov.bd সামু কর্তপক্ষ অবশ্য সরকারি কোন সংস্থা নয়, যে তারা একজন সাধারণ জনগণ বা ব্লগারের তথ্য জানার অধিকার পূরণে বাধ্য থাকবনে। তারা এব্যাপারে আমার এই পোষ্টে কোন মন্তব্য না করলেও নতুন করে বলার কিছু নেই। এই লেখা পড়ে কেউ কেউ হয়তো নানাদিক পর্যালোচনা করে মন্তব্য করতে পারেন। আবার কেউ হয়তো "ছাগু" বলে গালিগালাজ করতে পারেন।

তবে আমার স্পষ্ট বক্তব্য হলো আমি নিজেও যেহেতু একজন ব্লগার এবং গল্প লেখা আমার নেশা, সেহতেু একজন ব্লগার ও লেখক হিসাবে রাজিব হত্যার কেবল বিচার চাইনা, এর নেপথ্যে থাকা প্রতিটি মানুষের মুখোশ উন্মোচনের দাবি জানায়। একজন ব্লগার সৈনিক হিসেবে আমি শংকিত এই কারণে যে মৌলবাদী বা সরকারের স্বার্থ ক্ষুন্ন করে এমন কিছূ লেখার কারণে যদি আমি খুন বা গুম হয়ে যাই, প্লিজ আমাকে নিয়ে শোক প্রকাশের ব্যনারটা এত দ্রুত সরিয়ে দেবেন না। আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি, আমার লেখালেখি মৌলবাদের বিরুদ্ধে গেলেও সেখানে নাস্তিকতার কোন ছোয়া থাকবেনা। যতটা জঘন্য, কুরুচিপূর্ণ এবং বিকৃত লেখা লিখতেন রাজিব সরাসরি ইসলাম ধর্মকে আঘাত করে। আমি নিশ্চয়তা দিতে পারি, আমার লেখা সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা থাকলেও তা কোন প্রভাবশালী ব্যক্তির মুখোশ উন্মোচন করবেনা।

তবে আমি কোন মতেই গ্রেফতারকৃত এবং পলাতক থাকা রাজাকরের বিচার চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইনা। আমি চাই সব রাজাকারের বিচার। যাইহোক মুল কথায় আসি। সামু থেকে ব্লগার রাজিবের শোক সরিয়ে ফেলাটা অনুচিৎ হয়েছে বলে মনে হয়। তার ওই লিঙ্কে ক্লিক করলে স্পষ্ট হওয়া যাচ্ছিল প্রধানমন্ত্রীর দেয়া শহিদ খেতাব খ্যাত থাবা বাবা'র লেখালেখির বিষয় সম্পর্কে।

প্রকৃতপক্ষে তিনি একজন মুসলিম পরিবারে জন্ম নেয়া এ প্রজম্মের একজন নাস্তিক ছিলেন, নাকি তাকে নাস্তিক বানানোর অপপ্রচার চালানো হচ্ছিল, সেটি ওই লিঙ্কে গেলে সহজে অনুমান করা যাচ্ছিল। আমার কথা হচ্ছে একজন মানুষ নাস্তিক হয়ে গেলে তাতে দোষের কিছু দেখিনা। প্রতিটি মানুষের বিশ্বাস এবং দর্শন যে সবার সাথে মিলবে, এমন কোন কথা নেই। সারা বিশ্বে হাজার হাজার নাস্তিক আছে, কই তাদের নিয়েতো বিশ্ব জুড়ে বিচার বা গ্রেফতারের দাবি ওঠেনা। রাজিব ধমীয়ও অনুভুতিতে আঘাত দেয়ার মত কথাবার্তা ব্লগে লিখে আনন্দ পেতেন এবং কতিপয় নাস্তিকের কাছ থেকে প্রশংসনীয় মন্তব্য পেয়ে উৎফুল্ল হতেন, যা গত কয়েকদিনে আমি তার বিভিন্ন ব্লগ ঘেটে উপলব্দি করতে পেরেছি।

তিনি নিজেও এমন কয়েকজন সেলিব্রেটি নাস্তিক ব্লগারের বিভিন্ন পোষ্টে (ধর্ম সংক্রান্ত) মন্তব্য করেছেন। এখন তার নাস্তিকতা অপবাদ ঘুচাতে যদি কেউ তার সমস্ত সৃষ্টকর্ম ব্লগ থেকে সরিয়ে ফেলেন, সেটি অবশ্যই অন্যায় হবে বলে আমার মনে হয়। আমার লেখালেখি বা সৃষ্টিশীল কোন কিছু যদি ব্লগ কর্তৃপক্ষের অপছন্দ হয়, তবে তা আমার জীবদ্দশায় ধংস করে দিলে তা বরং শিক্ষনীয় হয় । তখন আমি সহজেই উপলব্দি করতে পারবো, আমার লেখা অতিমাত্রায় সরকার বিরোধী হচ্ছে, নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, দেশ বিরোধী হচ্ছে বা ব্লগের নীতিমালার পরিপন্থি হচ্ছে কিনা। কিন্তু আমার মৃত্যর পর সেগুলো ধংস করে দেয়া হলে তা একজন মৃত ব্যক্তির সাথে অবিচার করা হয় বলে মনে হয়।

এটি একজন প্রগতিশীল চিন্তাধাররা মানুষকে অপমান করার সামিল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।