আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীন এবং ছড়া

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

স্বাধীন এবং ছড়া দুই মিলে এক যেমন পেয়াজ এবং ডালের বড়া ছড়া এবং স্বাধীন সুযোগ পেলেই ছন্দ নিয়ে নাইচা বেড়ায় তা ধিন স্বাধীন যখন হাটে ছড়াও তখন সাথেই থাকে রাস্তা কিনবা মাঠে যখন স্বাধীন খায় এমন ভাবে খায় যেন তার স্বাদটা ছড়াও পায় স্বাধীন যখন ভাবে ভাবনা যেদিক ছড়াও সেদিক ঠিক সাথে দৌড়াবে স্বাধীন যখন ক্লান্ত হয়ে দেয় বিছানায় ঘুম ছড়াও তখন সঙ্গে থাকে হয়না কোথাও গুম ক্লান্তির ঘুম সহজ করে দেয় ছড়া গান গেয়ে ঘুম থেকে রোজ জাগে স্বাধীন ছড়ার সিড়ি বেয়ে তাই স্বাধীনের ছড়ার সাথে এত্তো বেশি ভাব খাবার খেতে দিন বা না দিন ছড়ার সাথেই থাকবে স্বাধীন ক্ষতি যদি হয় কিছু হোক নাই প্রয়োজন লাভ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.