আমাদের কথা খুঁজে নিন

   

নিউইয়র্কে ৫০ হাজার ডলারের অলঙ্কার ফিরিয়ে দিলেন বাংলাদেশি জাহিদ

স্ববিরোধিতা আমার পছন্দ নয়। সর্বদা স্রোতর পক্ষে চলা আমার স্বভাব নয়। সব পুরাতন বাতিল নয়। চলার পথে সহযাত্র্রীরা সম্পদ। পরামর্শের মত সাহায্য নেই।

সব চাইতে অসহায় সেই ব্যক্তি যার কোন ভ্রাতৃ-প্রতিম বন্ধু নেই। কিন্তু আরো অসহায় সেই ব্যক্তি যে এহেন বন্ধু পেয়ে হারায়

অক্টোবর ২৯, ২০১০, শুক্রবার : কার্তিক ১৪, ১৪১৭ । আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০ নিউইয়র্কে ৫০ হাজার ডলারের অলঙ্কার ফিরিয়ে দিলেন বাংলাদেশি জাহিদ দুলাল আহমদ চৌধুরী: নিউইয়র্কে আবারো এক বাংলাদেশি যুবক দেশ ও কমিউনিটির মুখ উজ্জ্বল করলেন। নিজ ট্যাক্সিক্যাবে ৫০ হাজার ডলার মূল্যের হিরা পেয়েও সেটা মালিকের কাছে ফেরত এ অনন্য দৃষ্টান্ত স'াপন করলেন জাহিদ হোসেন নামের এই ট্যাক্সিক্যাব চালক। খবর নিউইয়র্ক থেকে নিউজ ওয়ার্ল্ড ঘটনান পর নিউইয়র্ক স্টেট সিনেটর হোজে প্যারেটা জাহিদ হোসেনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, যাদের সততা অনুকরণীয় ও অন্যদের জন্য ইতিহাস সৃষ্টি করতে পারে তাদের অন্যতম হচ্ছেন জাহিদ হোসেন।

জাহিদের সততার স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশনও তাকে সম্মাননা দেবে। নিউজ ওয়ার্ল্ডকে জাহিদ বলেন, ধর্ম ও পারিবারিক ঐতিহ্য থেকে আমি শিখেছি অন্যের মালামালের প্রতি লোভ করতে নেই। এটা বিরাট গুনাহের কাজ। আমি এটা ফেরত দিতে পেরে স্বস্তিবোধ করছি। জাহিদের বাড়ি বাংলাদেশের শরিয়তপুরে।

তার বাবা কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা বলে জানা গেছে। ৪ বছর আগে তিনি নিউইয়র্ক গেছেন। নিউজ ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে জাহিদ জানান, বুধবার বিকালে এক আমেরিকান মহিলা তার ট্যাক্সিতে ওঠেন। তার হাতে ছিল দুটো হাত ব্যাগ। তাড়াহুড়া করে নেমে যাওয়ার সময় তিনি একটি ব্যাগ ফেলে যান।

এরপর গাড়িতে অন্য প্যাসেঞ্জার ওঠেন। এ সময় জাহিদ পেছনে ফিরে প্যাসেঞ্জারের পাশে আরেকটি ব্যাগ দেখে সেটা তার কিনা জিজ্ঞেস করলে তিনি না বলেন। জাহিদ তখন ব্যাগটি খুলে মালিকের ফোন নম্বার নিয়ে ফোন করে ব্যাগটি ফিরিয়ে দেন। ব্যাগটি হস্তান্তরের পর মাালিক জাহিদকে ৩০০ ডলার পুরস্কার দেন। ২০০ নিষাদ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.