আমাদের কথা খুঁজে নিন

   

সা'ইনের একপেশে নীতি ..... হুজুগে চিল্লাচিল্লি এবং জনৈক রেসিডেন্ট ব্লগারের আক্রমনাত্মক পোস্ট



হুজুগে জাতির কিছু হুজুগে মানুষ আবারও প্রমান করলো যে আমরা পরের কথায় না জাইনা না শুইনা কতোটা নাচতে ভালোবাসি । ২৫ ফেব্রুয়ারিতে যখন বিডিআর বিদ্রোহ হলো তখন প্রথম দিন সবাই মুখ ভর্তি করে আর্মির প্রতি থুতু দিলো। দ্বিতীয়দিন যখন কুকুরের মতো গুলি করে আর্মি অফিসার ও তাদের ফ্যামিলিদের হত্যা এবং রেপ করা হলো তখন তাদের বোধোদয় হলো । ''পুরাই পাল্টি খাইলো জনগন ''। আজ আবার জনৈক রেসিডেন্ট ব্লগারের পোস্ট সা'ইন কর্তৃপক্ষ স্টিকি করে তাদের একপেশে নীতির আবার জানান দিয়ে দিলো। রেসিডেন্ট ব্লগার এখন আর ব্লগে নাই । আজগুবি কথায় ভরা আক্রমনাত্মক পোস্ট লিখে প্লাস মাইনাসের হিসাবে উনি জিতেই গেছেন আপাতদৃষ্টিতে । কেউ অপরাধ করলে গনতান্ত্রিক রাষ্ট্রের বিচার নীতি অনুসরন করে তার বিচার হবে । তা সেনাবাহিনী হোক আর সরকার প্রধা্নই হোক । কিন্তু সেজন্য উদ্দেশ্যপ্রনোদিত ভাবে দেয়া এইসব একপেশে বিষেদাগার এর দায়ভার কেন পুরো একটা প্র্রতিষ্ঠান বহন করবে ? কর্তৃপক্ষের একপেশে নীতির প্রতি রইলো নিন্দা এবং রেসিডেন্ট ব্লগার এর প্রতি করুনা .........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।