আমাদের কথা খুঁজে নিন

   

দেড় বছর পর যশোরে বিডিআর বিদ্রোহের বিচার শুরু : ১২তম বিশেষ আদালতে অভিযুক্ত ৪২ জওয়ান

ফয়সল ইসলাম,সিনিয়র রিপোর্টার, দৈনিক গ্রামের কাগজ,যশোর। মোবাইল : +৮৮০১৭১৩৪০৫১৫৭

কাগজ সংবাদ : দীর্ঘ দেড় বছর পর বুধবার যশোরস্থ ২২ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হচ্ছে। এদিন অভিযুক্ত ৪২ বিডিআর জওয়ানের বিরুদ্ধে চার্জ গঠন করবে ১২তম বিশেষ আদালত। সকাল সাড়ে ৯টায় ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসিব আলম। আদালতে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন চারজন।

এর মধ্যে বিডিআরের রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আযম খান সভাপতি এবং লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন, মেজর মো. তৌহিদুল ইসলাম ও শশাঙ্ক শেখর সরকার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। শশাঙ্ক শেখর সরকার অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি। বিচারকাজে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসিব আলম। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় বিডিআর হেডকোয়ার্টারে জওয়ানরা বিদ্রোহ করে। পরদিন ২৬ ফেব্র"য়ারি যশোরস্থ ২২ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানরা বিদ্রোহ করে।

জওয়ানরা অস্ত্রাগারের তালা ভেঙে গোলাবারুদ দখলে নেয় এবং কমান্ড অস্বীকার করে ব্যাটালিয়নের নিয়ন্ত্রণ নেয়। বিদ্রোহ স্তিমিত হলে ওই বছরের ১৩ মে এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সিআর মামলা হয়। কোতোয়ালি থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বেগ এই মামলাটির বাদী। মামলাটিতে অভিযুক্ত ৪২ জওয়ান এবং একজন ডিএডি কারাগারে রয়েছেন। অভিযুক্ত ৪২ জওয়ানের বিরুদ্ধে আজ বিডিআর আইনে অভিযোগ গঠন করা হবে।

এছাড়া অভিযুক্ত ডিএডি'র বিচার করবেন বিডিআরের মহাপরিচালক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।