আমাদের কথা খুঁজে নিন

   

তিনটি প্রার্থনা / রহমান হেনরী

বাঙলা কবিতা

ফিনিশীয় নাবিকের প্রার্থনা শোনা গেল। তিন বার ... গুগলে ট্রান্সলেট হয়ে___ আ মরি বাংলায়; স্পষ্ট শোনা গেল, কীপলিং যেমত ভণেন... ফিরে কী এলো হে, সেই তূঙ্গ সময় ! জলের বঙ্কিমে আজ ভেসে যাচ্ছে প্রাণ অনিরুদ্ধ, খণ্ডিত... আমাদের ভাঙা-স্বপ্ন, নিহত সাম্পান__ ভেসে যাচ্ছে অভাবিতপূর্ব শেষ গান, নৈঃশব্দময়। আজন্ম আক্রান্ত যারা, সেই সব রোগ-শোক-ক্ষুধা... তাদের তো পক্ষ নাই, প্রতিপক্ষ নাই, দেবী সাইরেনের সেই সুরেলা শব্দের মতো লাল-চোখ, কর্তৃপক্ষ আছে; ভূখণ্ডে ছিটিয়ে রক্ত, দেহ যাচ্ছে স্রোতের বঙ্কিমে... বলো, কোন ভূগোলের বশ্যতা স্বীকার করে নেবো ? কোন ক্ষমতার কাছে সেজদানত হয়ে বলবো, আমাকে বাধ্য দাস করে নাও ! ফিনিশীয় নাবিকের প্রার্থনা শোনা গেল। তিন বার ... বাংলায়, স্পষ্ট শোনা গেল___ বাঙলার হে ঈশ্বর, আমার এ বৈঠা তুমি পরবর্তী বাঙালির হাতে তুলে দিও, আমার এ নৌকা তুমি নতুনের কাঁধে তুলে দিও, আমার অপূর্ণ কাজ, আপাদমস্তক কোনও বাঙালিকে দিও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.