আমাদের কথা খুঁজে নিন

   

An Imaginary Convesation With Mother(land).

আমার কথা বলতে এসেছি।

এমন অবাক হয়ে তাকিয়ে থেকো না তো মাগো, প্রানের কাছে গ্লানি লাগে। কি করে আনব আমি বদলে যাওয়া দিন, দেখনা আমার শেকল পরা পায়ে। রক্ত দিয়েছি তো কি হয়েছে?? এদেশ আমার বাবার নয়, তোমার স্বামীর নয়, আমরা কেউ না। আমরা কোনদিন কেউ ছিলাম না।

আমদের কোন ইতিহাস নেই। ইতিহাস জুড়ে নেপলিয়ন, আলেকজান্ডার আর হিটলারের গল্প... বীরের বীরত্বে মরে জাওয়া আমরা কেবলি সংখ্যা... ত্রিশ লাখ আর ত্রিশ কোটির পার্থক্য তুমি বোঝ, কারন এরা তোমার সন্তান, রাজাদের কিছু যায় আসে না। অনাহারে থেকে ১৪ টাকার পার্থক্য তুমি বোঝ মা, ১৪০০ কোটি টাকার পার্থক্য রাজাদের বোঝার দরকার নেই। আমারও বোঝার দরকার নেই। রাজাদের জন্য রাজনীতি করি আমরা, আমাদের জন্য নয়।

এগুলো রাজনীতির ব্যাপার তুমি বুঝবে না। অবুঝের মতো কাদছ কেন?? বোঝোনা কেন তুচ্ছ কারনে ভাইয়ে ভাইয়ে বিরোধ না বাধালে আমরা আলাদা দল হব কি করে?? কি করে হবে তারা দলনেতা? তাই ঘৃণার দীক্ষা নেই সজতনে, সহনশীলতার নয়। আর সেই ঘৃণাকে বাঁচিয়ে রাখা রাজনীতিকের কাজ। তাই তো এক দিনে কেউ মরে, কেউ পালন করে জন্মদিন। ।

এবার দেখলাম ৭ই মার্চ কি যেনো দিবস। তুচ্ছ কারণে আমরা লাগাই বিরধ, তারা সেটা জিইয়ে রেখে করে রাজনীতির ব্যবসা। একটু সহনশীলতায় কত প্রাণ বাঁচে সে হিসেব করার মত ক্যালকুলেটর তাদের নেই। না খেতে পেয়ে মানুষ মরে তাতে কি এসে যায়? দলমত নির্বিশেষে রাজনীতিকেরা অংশীদারি বনীক দল, তাদের ডলার থাকে বিদেশি ব্যংকে। তবু স্বপ্ন দেখি, জন্ম যার রাজপ্রাসাদে, কুঁড়ে ঘরের যাতনা সে বুঝে ফেলবে সহসাই যেকোন রূপকথার মত।

নতুন কিছুই হয়না, রাজপুত্র গন চুরি বিদ্যায় পরাংগম হয়ে ওঠে, মহারানী ডিগ্রীর বোঝা মাথায় নিয়া, শাড়ী কোমরে বাইন্ধা করেন চুলোচুলি। একজন অশিক্ষিত, আরেক জন কুশিক্ষিত, এদের শিক্ষা প্রকৃয়া চলতে থাকে যুগের পর যুগ। দেশের ভার্সিটি গুলোতে চলে আজন্ম লোড শেডিং। লেজুর বৃত্তি শেখে যুবক, শিক্ষকরা করেন ছাত্র রাজনীতি। ১৪০০ কোটি টাকা দিয়ে কত যুবককে উচ্চ শিক্ষিত করা যেত সে প্রশ্ন অবান্তর, এক নেত্রী শিক্ষা দিলেন আরেক নেত্রীকে... এতে যে তার শিক্ষার দৈনতা প্রকাশ পেল একথা কাকে বলবে তুমি? চারিদিকে সম্মোহিতের দল, বিচার বুদ্ধি বিক্রি করেছে মুরগি হাটায়।

দলের অন্যায়ের কথা শুনলে বলে ওঠে- অন্য দল এর চেয়ে বড় অন্যায় করেছো। হা হা কি হাস্যকর, যেন উন্নয়ন নয়, অন্যায়ের প্রতিযোগীতায় নেমেছে তারা। কেউ বলেনা, এটা অন্যায়, আমি আমার দলের অন্যায়ের জন্য লজ্জিত। এখানে সবাই মুজিবের দল, জিয়ার দল করে। বাংলাদেশের দল করেনা।

কেউ বলেনাঃ এদেশের জন্য যে কাউকে লাথি মারতে পারি যে কোনো সময়। অন্যায় মেনে নিতে নিতে ক্রমাগত নপুংষক হয়ে যাচ্ছি মা, তার চেয়ে বরং তুমি আমার মেরে ফেল। কেউ যাতে বলতে না পারে এটা নপুংষকের দেশ। (লেখার সবটুকুই আমার নিজস্ব ভাবনা, কাউকে আঘাত বা হেয় প্রতিপন্ন করার জন্য লিখিনি। ) Renaming of airport to cost Taka 1400 crore : Colossal wastage of poor people’s money Priyo News Dhaka, Wednesday, February 24, 2010 - 12:26am The renaming of the Zia International Airport as Shah Jalal International Airport was performed on Monday by putting up printed banners on the entrance and departure sides of the main terminal building, but the entire process of change would reportedly cost the exchequer Taka 1400 crore . The process of name changing would involve not merely replacement of the large neon signs at the Dhaka airport, Zia's name would have to be removed from neon signs and sign boards, both painted and electronic, in airports all over the world, informed sources claimed. A top functionary of the government told newsmen the step to change the name was taken to teach BNP a lesson because the immediate past BNP government had changed the name of the 'Bangabandhu Bridge' and the 'Bangabandhu International Conference Centre'. A senior adviser to the Prime Minister however, also said that the action was in line with the recent declaration by a High Court Division bench of the 5th Amendment of the Constitution and the martial law rule led by late President Ziaur Rahman as illegal. Zia's name had been there for the last three decades. The airport was completed during Zia's rule and after his tragic assassination in May 1981 it was named after him by President Justice Abdus Sattar who opened it to air traffic. Construction of the airport did start during the Pakistan period. About the claim that the last BNP regime had changed institutions' names after Bangabandhu Sheikh Mujibur Rahman, senior BNP leaders said during their tenure they had retained the name with many institutions like the Bangabandhu National Stadium, Bangabandhu Medical University, among others. Civil Aviation sources, who control the operation of the airport, have been quoted by a pro-government vernacular daily to have said that the entire name changing process would cost Taka 1400 crore. The sad part about the episode is that the name would certainly reappear once the BNP comes back to power. And the practice of naming and changing names is not only making the nation a laughing stock to foreigners but also involve, crores of Taka of money of the people 40 per cent of whom are poor living on less than one Dollar a day. It's time that the political leaders give up intolerance and attitude of vengeance to keep the state functioning smoothly and ensure rapid economic development by restoring confidence in the minds of investors. -New Nation


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।