আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী ব্যাংকের আমানত এক বছরে ৪,৫৬১ কোটি টাকা বেড়েছে



ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরস-এর এক সভা গত সোমবার ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরের সভাপতিত্বে ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় তথ্য প্রকাশ করা হয়, ২০০৯ সালের ১ অক্টোবর থেকে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে ব্যাংকের আমানতের পরিমাণ ৪,৫৬১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৯৯৫ কোটি টাকা; এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৯%। এ সময় বিনিয়োগের পরিমাণ ৫,৬০৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৫৮০ কোটি টাকা; এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ২৬%। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট বৈদেশিক বাণিজ্য ১০,১০০ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৩,২২২ কোটি টাকা; এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৩০%। এর মধ্যে আমদানি ১৬,৯৫৬ কোটি টাকা, রফতানি ১০,৫২৩ কোটি টাকা এবং রেমিট্যান্স আহরণ হয়েছে ১৫,৭৪৩ কোটি টাকা, পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধির পরিমাণ যথাক্রমে আমদানি ৫,৭৭১ কোটি টাকা, রফতানি ২৬৭৫ কোটি টাকা ও রেমিট্যান্স ১,৬৫৫ কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার ৫২%, ৩৪% ও ১২%।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.