আমাদের কথা খুঁজে নিন

   

ফেস বুক-সোনা (!) ব্লগ VS সামু - প্রিয় সামু কেন একটি জায়গায় পিছিয়ে?? ---মডুদের দৃষ্টি আকর্ষণ

"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ফেস বুক থেকে আমি প্রথম সমুর লিঙ্ক পেয়েছিলাম। আমি সামুতে ব্লগিং করছি আজ ২৬ দিন..। এর মাঝে সমুর অনেক পোস্ট পরেছি, আমি নিজেও ১৫ টি পোস্ট দিয়েছি.. । মন্তব্য করেছি ৪০৬ টি।

আমার পোস্ট গুলোতে যারা মন্তব্য করেন তা আমি জানতে পারি কিন্তু অন্য পোস্টে যে মন্তব্যগুলো করি লেখক কি সেগুলোর জবাব দিয়েছেন কিনা তা জানতে পারি না । জবাবটা জানার জন্য মন্তব্যকৃত পোস্টে অনেক বার যেতে হয়। জবাবের আশায় বার বার যাওয়া আসা করতে করতে অনেক সময় বিরক্ত হয়ে যাই। ফেস বুকে সাধারণত যেকোনো স্টাটাস আর আপডেট সাথে সাথে জানিয়ে দেওয়া হয় নোটিফিকেসন এর আর মধ্যমে। এতে আপনি যত দিন পরেই ফেস বুক ওপেন করেন না কেন আপনি আপনার নোটিফিকেসন জানতে পারবেন ...।

সম্প্রতি সোনা (!) ব্লগে ঘুরে এসেও দেখলাম যে তারা একটা অপসন রেখেছে যে "আপনার মন্তব্যের জবাব পেয়েছেন - টি। সোনার (!) মত ব্লগে যদি এই ধরনের অপসন থাকে তবে সামুতে নাই কেন??????? আমি আমার করা মন্তব্যের জবাব জানতে বার বার একই পোস্টে যেতে চাইনা । তাই আমি মডুদের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা মন্তব্যের জবাব অপসনটি অন্তর্ভুক্ত করুন। পোস্ট পর্যবেক্ষণ সংখা বাড়ানোর আবেদনও থাকলো । ধন্যবাদ ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।