আমাদের কথা খুঁজে নিন

   

শো-বিজে কি হচ্ছে?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

দাদারা, আর মডু দাদাভাইরা, মাইন্ড খাইয়েন না। এই লেখাটা দিতে অনেক হিম্মত লাগছে। এর আগে এই জাতীয় লেখা লেইখ্যা স্ট্যাটাস নামাইছি। তারপরও সমাজের একটা শ্রেণির অধঃপতনের চিত্র দেখে আর সামলাইতে পারলাম না।

ইনারা আমাদের মত সাধারনের সামনে উদাহরন হিসাবে আসেন, তাদের আমরা সব সময়ে দেখি। তাদের ব্যক্তিগত জীবনের কাহিনী আমাদের অনেক প্রাভাবিত করে। তাই এই ঘটনাটা আপনাদের জানাবার জন্য লিখলাম, যদিও জানি না মডুরা আমার স্ট্যাটাস নামায়া দেয় কিনা? এই সংবাদের সূত্র [ Click This Link ] একের পর এক ঘটনা ঘটিয়ে আলোচনায় থাকেন আমাদের একজন হিন্দু অভিনেত্রী, যার স্বামী একজন মুসলমান। অনেকে মনে করেন, নিজের প্রেমবিষয়ক ঝামেলার কারণে সামাজিকভাবে মর্যাদা আগেই হারিয়েছেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে তার এপার্টমেন্টের আট প্রতিবেশী জিডি করেছেন।

সর্বশেষ যে বাসায় [ উত্তরা তিন নম্বর সেক্টর ] ছিলেন সেটি ছাড়তে হয়েছে তাকে। তার বিতর্কিত কার্যকলাপে অতিষ্ঠ ওই ফ্ল্যাট মালিক সমিতি একাধিকবার তাকে হুঁশিয়ার করেছে। পরে উত্তরা মডেল থানায় জিডি করে পুলিশের সহায়তায় তাকে বাসা থেকে সরাতে হয়েছে। বিয়ের পরপরই ওই অ্যাপার্টমেন্টে ভাড়াটিয়া হিসেবে সংসার শুরু করেন। গত ২ জুন ওই অ্যাপার্টমেন্টের আট মালিক এক হয়ে উত্তরা মডেল থানায় জিডি করেন।

এতে অভিযোগ করা হয়, এই অভিনেত্রি ভাড়া নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বাসার গৃহপরিচারিকাকে নানারকম নির্যাতন করে আসছেন। প্রায়ই অধিক রাতে মদ্যপ অবস্থায় অ্যাপার্টমেন্টে ঢোকেন। এছাড়া তার বাসায় প্রতি রাতেই অসামাজিক কার্যকলাপ হয়। তাই বাধ্য হয়েই এই প্রতিবেশিরা তার বিরুদ্ধে তারা জিডি করেছেন। দেখা যাচ্ছে আমাদের শো-বিজের অনেকেই পর্দার আড়ালে অনেক কিছুই করে বেড়ান বা বেড়াচ্ছেন।

কিন্তু তাদের ব্যাপারে আমরা অনেক খানিই অন্ধকারে থাকি। এর আগে আমাদের এক উঠতি নায়িকা যা করলেন, তাতে হাল আমলের শো-বিজের লোকদের দিকে সন্দেহের দৃষ্টিতে কেউ তাকালে আশ্চর্য হবার কিছু নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।