আমাদের কথা খুঁজে নিন

   

শোক এবং আক্ষেপ

আপডেট নাই

(১) ১৫ আগস্ট, ১৯৭৫ এক রাতের মধ্যে একটি পরিবারের সব মানুষকে মেরে ফেলা হয়েছে, এই ব্যাপারটি এখনও আমার বিশ্বাস হয় না -তবু এইটাই সত্য। জানি না বঙ্গবন্ধুর দুই জীবিত কন্যা এই শোক কিভাবে সহ্য করেছেন- জানি না এই শোক প্রশমিত হবার কি না। একজন রাষ্ট্রপতি না ভেবে বঙ্গবন্ধুর পরিবারকে যদি খুব সাধারণ একটি পরিবার হিসেবেও চিন্তা করি, তাতেও এই হত্যাযজ্ঞের অকল্পনীয় নৃশংশতা একটুকু কমে না। কিন্তু এটি শুধু একটি পরিবারে...র ধংসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশের ইতিহাসের অন্ধকার অধ্যায়টি এখান থেকেই শুরু।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা থেকে চার নেতা হত্যা- খালেদ মোশাররফ-কর্নেল তাহেরের ব্যর্থ- বেহাত অভ্যুত্থান-তাঁদের হত্যাকান্ড, সেনাবাহিনীতে অসংখ্য মুক্তিযোদ্ধা হত্যা-- তারপর দীর্ঘ বছর... ইনডেমনিটি দিয়ে যে খুনিদের দায়মুক্তি দেয়া হয়েছিল, তার বিচার হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাস যে উল্টোরথে যাত্রা করেছিল, তা থেকে ফিরে আসা অনেকখানিই সম্ভব হয় নি। বাংলাদেশের জন্য এই দিনটি তাই নিশ্চিতভাবেই শোকের- আক্ষেপের। (২) ১৫ আগস্ট, ২০১৩ গতকাল রাত থেকে শুরু হয়েছে অবিশ্রান্তভাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো। অবিশ্রান্ত মানে আক্ষরিক অর্থেই বিরামহীন। সেই সাথে যোগ হয়েছে ঘড়ঘড়ে আওয়াজের দেশাত্ববোধক গান! প্রতিটা গানই এমনিতে আমার প্রিয়, প্রায়ই শোনা হয়।

কিন্তু নষ্ট রেকর্ড প্লেয়ার, মাইকের সমস্যা এবং তীব্র শব্দের কারনে পুরো ব্যাপারটাই একটা ভয়াবহ প্যাকেজ হিসেবে দাঁড়িয়েছে। বাসার সামনে একটা বিদ্যুতের খুঁটির সাথে মাইক বাঁধা হয়েছে। গত পনের ষোল ঘন্টায় বেশ কবার বাজতে থাকা ক্যাসেট আটকেছে, সেই মুহুর্তে আশায় বুক ঢিপ ঢিপ করেছে- যদি একটু শব্দ থামে এখন! কিছু সময় লোডশেডিং হয়েছে, সেই সময়টুকু ছিল হাঁপ ছেড়ে বাঁচার মুহুর্ত! আমি অজ্ঞ মানুষ, কিভাবে 'সঠিকভাবে ও সহিহ তরিকায়' শোক পালন করতে হয় জানি না। কিন্তু যত শোক আর আবেগের বিষয়ই হোক না কেন, একই জিনিস যদি রীতিমত জোর করে এবং যন্ত্রনাদায়কভাবে মানুষের সামনে বার হাজির করা হয়, তবে সেটার মহিমা কতটুকু বাড়ে, সেটা কেমনতর শোক পালন হয় তা আমার ক্ষুদ্র মস্তিস্কে ঢোকে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।