আমাদের কথা খুঁজে নিন

   

বাকীবিল্লাহ কিভাবে অজ্ঞান পার্টির খপ্পরে পরলো?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বাকীবিল্লাহর মত সচেতন একজন মানুষ অজ্ঞান পার্টির খপ্পরে পরেছে বিশ্বাস করতে পারছি না। কিভাবে এই অজ্ঞান পার্টি কাজ করে? চোখে মলম লাগিয়ে নাকি চেতনানাশক কোনো দ্রবণ ইনজেক্ট করে? নাকি স্প্রে, রুমাল দিয়ে? যেসব কেমিকেল তারা ব্যবহার করে সেসবের নাম কি? কোথায় বিক্রি হয়? বাকীবিল্লাহ এমন ছেলে নয় যে আশেপাশের ঘটনা দেখে চোখবুজে থাকবে। যেকোন সাধারণ মানুষের তুলনায় সে অনেকবেশী খুটিয়ে পরিপার্শ্ব দেখে, সহযাত্রীদের সাথে যোগাযোগ স্থাপন ও যাত্রাকালীন যেকোন খুটিনাটি ঘটনায় অংশগ্রহণ করে। যাত্রীবেশী প্রতারক, ছিনতাইকারী থেকে শুরু করে নানা ধরণের মানুষের বেশভাস ও আচরণ তার নখদর্পনে। কাজেই কারো পক্ষে তাকে কিছু খাওয়ানো বা অবেচতনকারী কেমিকেল ঢুকিয়ে দেয়া একদমই অসম্ভব ঘটনা।

কিন্তু মলম লাগিয়ে দেয়াটা অথবা কোনো কেমিকেল স্প্রে করে দেয়া সম্ভব হতে পারে । এসমস্ত কেমিক্যাল বিক্রি কি এতই সহজলভ্য? একটা মানুষ পুরা একটা দিন অবচেতন হয়ে পরে থাকে যে কেমিক্যালের বিক্রিয়ায় তার বিক্রি- কি কেউ তদারকী করে? কারা এসব কেনে এবং কি উদ্দেশ্যে কেনে সেটা খুঁজে দেখা খুব কঠিন কিছু নয়। হয়তো মানুষের চেতনানাশক এমন কেমিক্যালের বিক্রয় নিয়ন্ত্রন করা যায় না এর নানামুখী ব্যবহারের প্রয়োজনীয়তায়। আমি ঠিক নিশ্চিত নই। অথবা হতে পারে এমন অজ্ঞান করে ফেলার জন্য খুব বেশী জিনিসের দরকার হয় না।

কিন্তু তারপরেও মলম বা স্প্রেতে এমন চেতনানাশক কেমিকেলের ব্যবহার সহজলভ্য হবার কথা নয়। এরজন্য নিশ্চয়ই বিশেষায়িত কোনো ব্যবস্থার অপব্যবহার হচ্ছে যা সাধারণত অপরেশন থিয়েটারে ব্যবহৃত হয়ে থাকে। এর প্রয়োগ ও বিক্রয় নিয়ন্ত্রিত থাকার কথা। সুতরাং প্রশ্ন হচ্ছে - ১. অজ্ঞানপার্টি কি কি কেমিকেল ব্যবহার করে থাকে? ২. অজ্ঞানপার্টির এসমস্ত কেমিকেল কিভাবে সংগৃহিত হয়? কারো জানা থাকলে প্লিজ আওয়াজ দিয়েন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.