আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস করেন আমি আমার মা-কে ভালবাসিনা , , ,

আমিও একজন মানুষ, ঠিক আপনার মতই, , , , , মা-কে ভালবাসি কিভাবে????আমি বলতেছি ভালবাসিনা আপনি বললে কি হবে?আগে আমার কথা শুনুন, বুঝুন, তারপর বলুন যে আমি আসলেই আমার মাকে ভালবাসি কিনা। যদি ভালবাসতাম, তবে , , , , , ১. কেন প্রেমিকার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলি, মায়ের সাথে ২০ মিনিট কথা বললেই অস্বস্তি লাগে। ২.কেন মা-কে নিয়া রিক্সা করে ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে ইচ্চা হয়না, ধানমন্ডি লেকে বসে থাকতে পারিনা? ৩. কেন মা-কে সারাদিনে একবার,মাত্র একবার বলতে পারিনা "আম্মা, তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালবাসি" ৪. কোথাও ভালো কিছু খেলে কেন মায়ের কথা মনে পরেনা, কেন পারিনা ২টা প্যাকেট লুকিয়ে মায়ের হাতে তুলে দিতে???? ৫.মায়ের ঘর্মাক্ত কপাল-টা কোনদিন কেন মুছে দিতে পারিনা? ৬.কেন সকালে ঘুম থেকে উঠে বলতে পারিনা "মা, আজক তোমার কিছু করা লাগবেনা, আজকে তোমার ছুটি"??? ৭. কেন মায়ের বাধ্য সন্তান হতে পারিনা,বার বার কেন কষ্ট দিয়ে যাই???? ৮. এত অপরাধ করেও কেন মায়ের হাতখানি ধরে বলতে পারিনা "মা, আমাকে মাফ করে দাও, আমি তোমার কোলে একটু মাথা রাখতে চাই" ???? ৯. কেন এমন করে মা দিবস থাকবে??? এটা মনে করিয়ে দেয়ার জন্য যে মা নামের কেও আছে??তাকে ভালবাসার কথা কি এরকম দিবস পালন করে মনে করিয়ে দিতে হবে????? ১০. কেন আমার মা-কে মায়ের মত করে ভালবাসতে পারিনা???? সবকিছুর শেষেও, আমি আমার মাকে ভালবাসতে পারিনা,মায়ের যতটুকু ভালবাসা দরকার তা হয়ত একজীবনে আমি দিতে পারবনা। মাফ করে দিও মা। আমি এমন আরও ১০টা জীবন চাই, এবং সব কয়টা জীবনে তোমাকেই "মা" চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.