আমাদের কথা খুঁজে নিন

   

এই বৈরী হাওয়ায়

আপাতত ঘুরপাক খাচ্ছি!
১। এই বৈরী হাওয়ায় এই বৈরী হাওয়ায় বেঁচে থাকা দায় কি করে বাগানে ফোটাবো ফুল কি করে ভালবেসে ডেকে আনবো ভ্রমর কি করে দেবী তোমার কোমরে দিবো গজমতির বিছা হাতে রুপার কাঁকন। এই বৈরী পৃথিবীতে সব কিছু ভেঙ্গে পড়ে হাসি গান আনন্দ সব ফিকে হয়ে যায় লাল গোলাপ নীল সবুজ পাতা হলুদ নদী শুকোতে শুকোতে বিচ্ছিন্ন চরাচর একদিন এপার ওপার দুস্তর প্রান্তর। এই নশ্বর পৃথিবীতে কি করে সৃষ্টি করবো ফাগুনের গান অবিশ্বর প্রেম উপাখ্যান কি করে সৃষ্টি করবো অট্টালিকা তাজমহল যখন বাঁধার পাহাড় সরাতে সরাতে চলে যাই নিমগ্ন শ্মশান গোরস্থানে। ২। ভালবাসি সব কিছু হয়েছে শুধু বলা হয়নি একটি প্রয়োজনীয় কথা একটি বাক্য প্রতিদিন আমরা পাশাপাশি হাঁটি কথা বলি থামি আবার চলি আমরা চলে যাই দিগন্তের কাছে আমরা চলে যাই পৌষ পার্বনের মেলায় আমরা চলে যাই মন মাধূর্যের খেলায়। আমরা ঘুরে আসি আশি ক্রশ পথ আমরা ঘুরে আসি আশি দিনে বিশ্ব আমরা ঘুরে আসি একান্ত সাগর নদী আমরা পার করি হিম শীত ও গ্রীষ্ম। আমরা আছি একে অপরের সাথে মিশে আমাদের সম্পর্কটা হয়নি কখনো ক্লিশে তবু দিশে পাইনা জিজ্ঞেস করা হয়না সেই অমোঘ বাণীটি, "ভালবাসি মন তোরে ভালবাসি।" ছবিঃ নিজস্ব এ্যালবাম।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।