আমাদের কথা খুঁজে নিন

   

দি নিউ বেঙ্গল স্টিম লন্ড্রি : নিমেষেই ধবধবে সাদা!

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

বাংলাদেশের তুমুল তরুণদের হাতে কুলীন নিউজিল্যান্ডের নাকাল হওয়াতে খুশি হননি এমন বাংলাদেশী নেই বোধহয়, থাকলেও খুবই হাতেগোনা হবে। ধবলধোলাইয়ের শিকার হওয়া নিউজিল্যান্ড ক্রিকেটারদের এইরকম দুরবস্থার নেপথ্যে কী ছিল? এইসব নিয়ে একটি পরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। ছবিতে দেখছেন হ্যাঙ্গারে ঝোলানো ড্যানিয়েল ভেট্টোরি, ক্লিপ দিয়ে দড়ির সঙ্গে আটকানো ম্যাককুলাম ভ্রাতৃদ্বয় ছাড়াও ক'জন মারকুটে নিউজি ক্রিকেটারকে। কাছেই হাস্যোজ্জল সাকিব-আল হাসান। হাতে সেই ম্যাজিক- বাংলাওয়াশ! দি নিউ বেঙ্গল স্টিম লন্ড্রির একটি পণ্য।

নিমেষেই যা করে তোলে ধবধবে সাদা। ছবিটি বড়ো আকারে দেখতে পাবেন এইখানে এই বস্তুটি আজ প্রথম আলোর রস+আলো'র প্রচ্ছদ হয়ে বেরিয়েছে। দেখেছেন কেউ? কাগজে ছাপা বেশ বাজে হয়েছে। ওয়েবে দেখতে অবশ্য খারাপ লাগছে না। প্রচ্ছদশিল্পীর নামটি দূরবীনের সাহায্য নিয়ে খুঁজে পাবেন এই জায়গার এককোণায়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।