আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম-১৬২ (জন্তু)



মানুষকে 'জন্তু' নামে ডাকার বিপদ অনেক বড় হতে পারে। অথচ অতীতে 'জন্তু' শব্দটি বেশ সম্মানের ছিল। কারণ তখন জন্তু বলতে মানুষও বোঝাতো। এখন জন্তুর মাঝে পশু আছে, মানুষ নেই। তবে যাদের মাঝে পশুত্ব রয়েছে, তাদেরকে এখনও মানুষরূপী পশু বলা হয়। মূলানুগ অর্থে জন্তু মানে 'যে জন্মে'। জীব, প্রাণী অর্থে জন্তু শব্দটি চালু রয়েছে তবে বাংলায় বিশেষ অর্থে জন্তু মানে পশু। আবার অবজ্ঞায় অকর্মণ্য ব্যক্তিকেও জন্তু বলা হয় (বেয়ারাটা যেন একটা জন্তু)। জন্তু শব্দের গঠন হচ্ছে সংস্কৃত (জন্ + তু।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩১ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।