আমাদের কথা খুঁজে নিন

   

স্বাস্থ সমস্যা : পেট ব্যাথা বিষয়ে জানতে চাই

Woods are lovely dark and deep And I have a promise to keep

আমার এক আত্মীয়ের রমজান মাসে মোট তিন থেকে চারবার পেট ব্যাথা হয়েছে। প্রথমবার সেহরি খাওয়ার পর ভোর বেলায়। পরে ২৪ ঘ্ন্টা খোলা থাকে এরকম ফার্মেসি থেকে গ্যাস্টিকের ঔষধ আর পেট ব্যাথার ঔষধ (এলাজিন) খাওয়ার পরে ব্যাথা সেরে যায়। আবারও তিন চার দিন পর একই ধরনের ব্যাথা হয়। এবার উল্লেখিত ঔষধগুলোর সাথে এন্টাসিড জাতীয় তরল ঔষধ খাওয়ার পর ঐ ব্যাথা চলে যায়।

তৃতীয়বার যখন ব্যাথা হয় তখন উক্ত ঔষধগুলো দ্বারা ব্যাথা না যাওয়াতে ডাক্তারের শরনাপন্ন হতে হয়। ডাক্তার তিন ধরনের ইনজেকসন দেওয়ার পর সে ব্যাথা চলে যায়। এবং ইসিজি ও পেটের এক্স-রে করানো হয়। দুটো পরীক্ষাতেই মন্দ কিছু পাওয়া যায়নি। রমজান শেষ হয়েছে আজ প্রায় দেড় মাস এখন আর কোন পেট ব্যাথা বা গ্যাস্টিকের সমস্যা নেই।

গ্যাসের বা অন্যকোন ঔষধও খেতে হচ্ছে না। প্রশ্ন হচ্ছে ঐ সময় ব্যাথার কারণ কি ছিল? এখন মাংস বা ভাজা পোড়া খেলেও সমস্যা হচ্ছে না। কি কারন কেউ বলতে পারলে উপকৃত হতাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।