আমাদের কথা খুঁজে নিন

   

৩ মাস ৪ দিন = নিরাপদ হওয়ার সেই সাত দিন



২০ জুলাই বিকালে শুরু করেছিলাম 'শুরু হল নতুন্‌ অধ্যায়' দিয়ে। জলপতনের নিরবতার কাছ থেকে প্রথম মন্তব্য পেয়ে ভাললাগা আরো বেড়ে গিয়েছিল। তারপর 'বাকৃবি এর আনন্দ: এই আনন্দ ছড়িয়ে যাক সবখানে' তে মনের প্রতিক্রিয়া জানিয়ে মন হয়েছিল উতফুল্ল (তবে সেই আনন্দ প্রথম পাতার বাসিন্দারা জানতে পারেনি) তারপর ২৫জুলাই মাঝ-রাতের বৃষ্টির সময়ের ভাবনাগুলো এঁকেছিলাম 'মাঝ রাতের বৃষ্টি শিরোনামের লেখায়। ০৪আগস্ট আমার জীবনের ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর ব্যথার মালা গেঁথে ছিলাম 'আব্বা' শিরোনামের লেখাতে। আমার কষ্টের বোঝায় অনেক গুলো পেলবতার পরশ পেয়েছি সামু-র বন্ধুদের মন্তব্য থেকে।

এরপরে 'মেকু কাহিনী পড়া' লেখাটিতে একটা মজার অভিজ্ঞতা জানিয়েছি। ও ভুলেই গেছি '৫০ টাকা জলে গেল' শিরোনামের একটা শ্রুতি গল্প লিখেছিলাম। সবাই ভাবল বোধহয় কপি করে নিজের বলে চালানোর চেষ্টা করেছি। আমি লেখার নিচে শ্রুতি গল্প লিখে দিয়ে ও মিথ্যা বদনাম কুড়িয়েছি। যাই হোক অবশেষে সামুর সাত-দিন পার করে আজ আরো খুশি লাগছে।

আমার এই ৩মাস ৪ দিন বয়েসী সামু-যাত্রায় পাওনা ছিল অনেক বেশি। বন্ধুদের লেখাগুলো পড়ার অভিজ্ঞতা অসাধারণ। সেই সাথে মন্তব্যগুলো বাড়তি পাওনা যুক্ত করেছে। জয়তু সামু, জয়তু সামু ব্লগারবৃন্দ.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।