আমাদের কথা খুঁজে নিন

   

বেল ডালে কাক কা কা করে।



একটা পত্রিকা অফিসে চাকুরী করার সুবাদে নিজেকে একজন সাংবাদিক পরিচয় দেই , দেই এ কারণে যে ওটুকু ছাড়া আমাদের গর্ব করার মত আর কিছু নেই । বেতন এর কথা উল্লেখ করে সবাইকে লজ্জায় ফেলতে চাই না। মালিক - সম্পাদকের অঢেল টাকা আর তার বড় হাউস নিয়ে গর্ব করে দুধের স্বাদ ঘোলে মেটাই। কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারি না যখন দেখি এই সামান্য ঘোল থেকে কিছু অংশ কেটে রাখা হয়েছে। কারণ অফিস মিস।

বেতন কাটা হয় ঘটা করে প্রায় প্রতিমাসে। মাঝে খেয়ে থাকলাম নাকি না খেয়ে থাকলাম সুস্থ নাকি অসুস্থ তা বলা অরণ্যে রোদন বই কিছু নয়। মাথায় বাজ পরে বেতন তুলতে গিয়ে। দেখা যায় মূল বেতনের ... নেই কাটা হয়েছে কারণ অফিস এর কার্ড পান্চ না করার কারণে এটা নাকি তথাকথিত আক্কেল সেলামি। ।

আর সম্পাদক এর পোষা আইটি এর লোকদের ভাব দেখে মনে হয় এরা এক একজন বিল গেটস্ বা হাওয়ার্ড আইকেন। ভাবে এরা পত্রিকার একজন সাংবাদিক এর চাইতে তারা অনেক উপর লেভেলের শিক্ষিত ব্যক্তিত্ব। তবুও আশায় আশায় থাকি কোন একদিন বেতন বাড়বে। একটু সম্মান নিয়ে আর একটু ভাল মানের জীবন যাপন করতে পারব.....সেদিন আর আসে না। তবুও কাকের মত একটা বেল ডালে বসে একটানা কাকা করে যাই কবে বেল পাকবে............


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।