আমাদের কথা খুঁজে নিন

   

রাতের ঢাকা



রাত বারোটা বেজেছে নতুন রূপে রাতের ঢাকা পকেট কারো করে ফাঁকা আলোর সাজে সেজেছে। মনে হয় কি জ্যাম নেই? ট্রাকেরা সব যে ঢুকেছে মানুষ বসে মাথা ঠুকছে যেতে যা আসতেও সেই! মনে হয় না দিন বা রাত কেযে ফিরবে কখন ঘরে মন পরে রয় পথের পরে বাসায় সবার মাথায় হাত। বাইরে গেলে সংগে চাবি নিশাচরে না যেন দেখে কুকুরগুলো সামলে শেষে নিরাপদে ফেরার দাবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।