আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে সাধারণ এবং অপদ্য প্রয়াস

আকাশ ছুঁয়ে দেখি

দীর্ঘ ৩মাস পর '৭দিন' অতিবাহিত হওয়ায় আজ আমার ওপর হতে অসাধারণত্বের তকমা খঁসে আমি সাধারণ। আনন্দ স্বরূপ রইলো কিছু অপদ্য প্রয়াস - ১. জহুরী চেনে কোনটা নকল, কোনটা বা খাঁটি, কবির কাছে মানুষ সকল এক তাল কাঁদা মাটি। ২. শুয়ো পোকা চলে হামাগুড়ি দিয়ে, প্রভুর সাথে মোর কথা ইনিয়ে বিনিয়ে। ৩. হয়ে কি লাভ মিথ্যে আশার বলী! আজ তাই হতাশার কথা বলি। ৪. প্রথা ভাঙা অনেক সময় প্রথার-ই অন্তর্গত। ৫. 'জীবন এবং সিগারেট' - দু'টোই ধীরে ধীরে নিঃশেষ হয়। ৬. তার মুখ থেকে বেরোয় তিনটি অশ্লীল শব্দ - 'আমি তোমাকে ভালবাসি' ৭. ভদ্রমহিলা বেশ্যা, ভদ্রলোক বিপথগামী। ৮. মেয়েটি নটী, ছেলেটি NAUGHTY. ৯. ব্যবসায়ীর হয় অর্থমন্দা, কবির হয় প্রসব বেদনা। ১০. কবিতার খাতায় মিলাই বাকি-র হিসাব আর জীবনের খাতায় নগদের। উৎসর্গ: প্রিয় কবি সেবু মোস্তাফিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।