আমাদের কথা খুঁজে নিন

   

যে পথে পথিক নেই



হয়তো ভালবাসা শরতের বিশাল এক নীল আকাশ- যা কখনো দেখা হয়ে উঠেনি। গানগুলো আমায় বড় বেশি এলোমেলো করে দেয়, ভাবনাগুলো বড় বেশি বিক্ষিপ্ত হয়ে গেছে, এই ভাবছি তোমাকে ভুলে যাব, অথচ সকাল থেকে তোমার ছবি আঁকছি। মেঘ দেখে তোমার এখনো বুঝি ভয় লাগে, ভাবতে ভাবতে হঠাৎ করেই নীরব এই বিকেল চঞ্চল হয়ে উঠে। বিদ্রোহেরও একটা বয়স আছে, আজকাল যেখানে ভালবাসার খরা সেখানে বিদ্রোহ শব্দটা মনে বেশ চঞ্চলতা জাগায়। জেগে ওঠার আগে বেশ ওয়ার্মআপের দরকার; আজ ভালবাসার প্রদীপ নিভে গেছে, তাই ওয়ার্মআপ কী করব ! বুকের উষ্ণতায় জমাট বেঁধে গেছে কষ্টের তাজা রক্ত । ফিরে পাওয়ার চেয়ে ফিরে আসা অনেক বেশি কঠিন । হারিয়ে যাওয়ার জন্যই এ পথ আমরা বেছে নিয়েছিলাম, মাঝপথে তুমিই হাত ছেড়ে দিলে, আমি কাঁদতে পারতাম, অভিযোগ করতে পারতাম আকাশের কাছে; বরং আমি অপেক্ষা করেছি- পাহাড়ের পাদদেশে, জোনাক ডাকা পূর্নিমার রাতে; তারপর একদিন বুঝলাম পূর্নিমার চাঁদ আমার গিযেছে অমাবস্যায় ঢেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।