আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সংক্ষিপ্ত তথ্যপুঞ্জি

লিখবো অনেক কিছু.......জানবো এবং জানাবো...........

* পৃথিবীর আনুমানিক বয়স : কমপক্ষে ৪,৫০০ মিলিয়ন বছর। * ওজন : ৬৫৮,৬৫৪,২৫০,০০০,০০০ কোটি টন। * সর্বোচ্চ বৃষ্টিপাত হয় : চেরাপুঞ্জি, আসাম, ভারত। * বৃহত্তম মহাদেশ : এশিয়া। * বৃহত্তম দেশ : রাশিয়া।

* ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি। * বৃহত্তম পর্বত : হিমালয় পর্বত। * বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান হ্রদ (রাশিয়া)। * সর্বোচ্চ শৃঙ্গ : মাউন্ট এভারেস্ট, ৮.৮৪৮ মিটার। * পৃথিবীর উঁচু মালভূমি : পামীর মালভূমি (চীন)।

* উঁচু শহর : প্যাশকো (পেরু)। * বৃহত্তম মরুভূমি : সাহারা মরুভূমি (আফ্রিকা)। * পৃথিবীর বৃহত্তম নদী : মিসিসিপি (আমেরিকা)। * পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ ( আফ্রিকা)। * পৃথিবীর প্রশস্ত নদী : আমাজন (আমেরিকা)।

* পৃথিবীর বৃহত্তম বাঁধ : নিপার বাঁধ (রাশিয়া)। * পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত : নায়াগ্রা জলপ্রপাত (আমেরিকা)। * পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর : জেদ্দা বিমানবন্দর (সৌদি আরব)। * পৃথিবীর বৃহত্তম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান রেলপথ (রাশিয়া)। * পৃথিবীর বৃহত্তম জাদুঘর : ব্রিটিশ মিউজিয়াম।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.