আমাদের কথা খুঁজে নিন

   

আজ কিন্তু পূর্ণিমা ,আকাশে ইয়া বড় একটা চাঁদ জ্বল জ্বল করছে। দেখেছেন কি একবার উকি মেরে?

সত্য অপ্রিয় হলেও সুন্দর

আজ পূর্ণিমা আকাশে রুপালি চাঁদ অকৃপণ ভাবে আলো ছড়িয়ে যাচ্ছে। দেখবেন নাকি একবার উকি মেরে? চলুন না কিছুক্ষনের জন্য বাইরে গিয়ে চাঁদের আলো গায়ে মেখে আসি। যারা গ্রামে আছেন তারা চলে যেতে পারেন পুকুর ঘাটে নিশ্চিত ভাল লাগবে। আর যারা শহরে আছেন তারা ছাদে গিয়ে দেখতে পারেন। বিবাহিত ব্লগার ভাইয়েরা ভাবিদের কে নিয়ে ছাদে অথবা বাইরে চলে যান আর উপভোগ করুন জোছনা মাখা কিছু রোমান্টিক মূহুর্ত।

আর যারা অবিবাহিত আছেন কিন্তু গার্ল ফ্রেন্ড আছে তারা এক্ষুনি বাইরে গিয়ে কিছুক্ষন চাদের দিকে তাকিয়ে থাকুন তার পর আপনার প্রিয় মানুষটাকে কল দিয়ে বলুন তার মুখটা আকাশে দেখতে পাচ্ছেন। আর যারা আমার মত এখনো সিন্গেল আছেন তারা চাঁদ দেখে এসে আমার সাথে শেয়ার করতে পারেন কেমন লাগলো। আমি এই মাত্র নদীর পাড় থেকে ঘুরে আসলাম। কিছু ক্ষন পর আবার ছাদে যাবো। পূর্ণিমার জোছনা মনকে অনেক ভালো করে দেয় অনেক শান্তি দেয়।

তো এখন সবাই যান একবার হলেও চাঁদ দেখে আসুন। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য থেকে নিজেকে বঞ্চিত করবেন না প্লিজ। সবাইকে জোছনা রাতের শুভেচ্ছা। ভাল থাকবেন সবাই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।