আমাদের কথা খুঁজে নিন

   

রেল গাড়ী টির ক্ষতিপূরুন কে দিবে?

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

রাজনীতির কারনে হোক আর মানুষের মৃত্যুর জন্য হোক বা বি এন পি পোলাপাইনের ভন্ডামীর জন্যই হোক, আজ যে রেল গাড়ীটির অস্তিত্ব নেই তার কি হবে। আমাদের দেশে একের পর এক অনেক কিছুই নষ্ট হতে দেখেছি। নষ্ট করতে সময় লাগেনা বা হজম করতে সময় লাগেনা কিন্তু কামাই করতে এত সহজ নয়। একটি উদাহরনের মাধ্যমে বলতে চাই, আমি বা আমরা সারাদিনে অনেক সময় - একটি সিগারেট পান করে ফেলি, একটি চা পান করে ফেলি, আবার আরও দশটি সিগারেট বন্ধুদের দিয়ে দেই, পায়ে না হেটে টেক্সি দিয়ে চলে যাই একটু কষ্ট করে বাসে উঠব বলে এমনি করে অনেক আজে বাজে এমনকি মুঠো ফোনে যেখানে ১০টাকার কথা বল্লে হয় সেখানে ৫০ টাকা খরচ করে ফেলি- দিনের শেষে বাসায় বাচ্চার দুধ কিনার টাকা থাকেনা এমনকি কি হিসেব করলে দেখা যায় সারাদিনের আয় ছিল ৫০ টাকা খরচ করেছি তার চেয়ে বেশী। কথা গুলো পড়ে অনেকেরই মনে হতে পারে কি আজে বাজে লেখা লিখছি আসলে একটু চিন্তা করে দেখলে বিষয়টি পরিস্কার হবে , আমাদের দেশে ১৬ কোটি মানুষ এবং সেই হিসেবে সবকিছুর খুব টানাটানি চলছে তার মাঝে আজ এটা কাল সেটা , এমনকি এই যে রেল গাড়ীটি শেষ হয়ে গেল তার কি হবে , তার ভুর্তুকী কে দিবে। বাহাদুরি করে সরকারের কিছুই করতে পারলনা বরং দেশের রেলগাড়ী পুড়ে বড় একটি ক্ষতি করে এখন আন্দোলন না করে চুপটি মেরে মামলার ভয়ে বসে আছে সেই সকল নেতানু আন্দোলন কারীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।