আমাদের কথা খুঁজে নিন

   

আমি এমন একজন মানুষ

পিনপতন নিস্তধ্বতা

আমি এমন একজন মানুষ যে কোন বিষয়ে বেশিদিন আগ্রহ ধরে রাখতে পারেনা। ব্যপারটা ভালো না খারাপ বুঝিনা। তবে এই বেশিদিন ভালো না লাগার পিছনে একটা কারন অবশ্য আছে। আমি যখনই যে কাজ করি, সর্বোচ্চ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। আমার সমস্ত কিছু দিয়ে সেই বিষয়ের গভীরে ঢুকতে যাই।

ফলে বেশ কিছুদিন আমি সেই কাজে মজা পাই এবং কিছু করার আগ্রহ পাই। কিন্তু ধীরে ধীরে আগ্রহটা ফিকে হয়ে যায়। কারন কষ্ট করলে কেষ্ট মিলে। তাই মনোযোগ দিয়ে কিছু করলে তা থেকে যা পাওয়ার তা পেয়ে গেলে আমি আর সেই ব্যপারে তেমন আগ্রহবোধ করিনা। আমি আমার এই মনস্তাত্ত্বিক ব্যপার নিয়ে প্রায়ই দ্বিধাদ্বন্দ্বে ভূগি।

এই অভ্যাস আমাকে কোথায় নিয়ে যাবে কে জানে। আমি এমন একজন মানুষ, যে সবসময় চেষ্টা করে নিজের ইচ্ছায় নিজের মত করে চলার। অবশ্য আপনি যত বড় হবেন তত অনুরোধে ঢেকি গেলার মত পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বাড়বে পরিচিত মানুষ, বাড়বে আবদার, আদেশ। এত আবদার, আদেশের মধ্যে নিজের ইচ্ছামত চলাটা বেশ দুষ্কর।

আমি এমন একজন মানুষ, যে বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। আমি বিশ্বাস করি, ‌মানুষ তার স্বপ্নের সমান বড়। অনেক স্বপ্নই সত্যি হয়না, তারপরও দেখি, মরার আগ পর্যন্ত সেসব স্বপ্ন পূরনের চেষ্টা করে যাবো। আমি এমন একজন মানুষ, যে প্রায়ই হুট করে বড় ঝুকি নিয়ে ফেলি। এবং প্রায়ই হারি।

আবার অনেক সময় ঝুকি নিয়ে সফলও হই। আমি ঝুকি নিতে পছন্দ করি কারণ আমি বিশ্বাস করি everybody know the tricks but I have the magic আমি তেমন বড় কোন মানুষ নই। তবে হওয়ার ইচ্ছে অনেক কিছু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।